‘মেঘলা আকাশ’ নাটকে, অভিনেতা সজল

Published By: Khabar India Online | Published On:

জনপ্রিয় অভিনেতা আবদুন নূর সজল। এবার ভিন্ন ধরনের গল্পের নাটকে অভিনয় করছেন। নাটকটির নাম ‘মেঘলা আকাশ’। রচনা ও পরিচালনা করেছেন জিকু চৌধুরী।

অভিনেতা আবদুন নূর সজল বলেন, এখন একটু চেষ্টা করছি ভিন্ন ধরনের গল্পগুলোর নাটকে অভিনয় করতে। যেগুলো মানুষ মনে রাখবে চরিত্রের কারণে। সেই রকমের গল্প বলা যায় ‘মেঘলা আকাশ’। সম্প্রতি নাটকটির শুটিং শেষ করেছি।

আরও পড়ুন -  ভাদ্র মাসে বাড়ির মেয়ের হাতে দিন সামান্য ৪টি জিনিস, বদলে যাবে জীবন

জিকু চৌধুরী নাটকটি সম্পর্কে বলেন, অনেকদিন পর পারিবারিক গল্প নিয়ে নাটক বানালাম। ‘মেঘলা আকাশ’ নাটকটির গল্পে দেখা যাবে একটা পারিবারিক বিয়ে নিয়ে গল্প। শিগগির একটি বেসরকারি চ্যানেলে নাটকটি প্রচারিত হবে।

আরও পড়ুন -  বিতর্ক পিছু ছাড়ছে না, আপত্তিকর ভিডিও প্রকাশ

ইকন বাবুর প্রযোজনায় ‘মেঘলা আকাশ’ নাটকটিতে আবদুন নূর সজলের সঙ্গে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন নিশাত প্রিয়ম, কেয়া মনি, হান্নান শেলী, রেশমি, রিপন গাজী ও নুসরাত লাবণ্য।

আরও পড়ুন -  PAN CARD: প্যান কার্ড চুরি হয়ে গেছে, অনলাইনে করুন আবেদন অল্প খরচে, স্টেপ বাই স্টেপ গাইড দেখুন