Ukraine – Russia: যুদ্ধের দেশ থেকে ফিরে আসলো, বারাসাত নপাড়ার চিরশ্রী

Published By: Khabar India Online | Published On:

নিজস্ব সংবাদদাতা, বারাসাতঃ   রাশিয়া ইউক্রেনের যুদ্ধে আতঙ্কগ্রস্থ হয়ে রাশিয়া থেকে ফিরে আসলো বারাসাত নপাড়ার চিরশ্রী। শুক্রবার সন্ধ্যায় দিল্লি হয়ে বারাসাত নপাড়ার বাড়িতে ফেরেন রাশিয়ার পার্ম স্টেট মেডিকেল ইউনিভার্সিটির পড়ুয়া চিরশ্রী মন্ডল। শনিবার দুপুরে উত্তর ২৪ পরগণা বারাসাতের নপাড়া পোদ্দার গলির বাসিন্দা চিরশ্রীকে সম্বর্ধনা জানাতে আসে SFI-DYFI সদস্যরা।

আরও পড়ুন -  Egg Korma: একঘেয়েমি ডিমের কোরমা, এবার পরিবর্তন খুঁজে পাবেন

গত ১৫ ই জানুয়ারি রাশিয়ার পার্ম স্টেটের পার্ম স্টেট মেডিকেল ইউনিভার্সিটিতে পড়তে যায় চিরশ্রী। এরপর রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধ শুরু হওয়ায় আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে সে ও ভারত থেকে যাওয়া তার সহপাঠীরা। চিরশ্রী জানায়, যুদ্ধ শুরু হওয়ার পর একসময় এটিএম পরিষেবা বন্ধ হয়ে পড়ায় তাদের চরম সমস্যায় পড়তে হয়। বাধ্য হয়ে তাদের ফিরে আসতে হয়। পরিস্থিতি স্বাভাবিক হলে আবারো সে রাশিয়ায় ফিরে যেতে চায় বলে জানায়। যুদ্ধ চলাকালীন মেয়ে রাশিয়া থাকায় প্রতিদিন আতঙ্কের মধ্যে কেটেছে চিরশ্রী মন্ডলের মা ও বাবার। মেয়ে বাড়ি ফিরে আসায় নিশ্চিন্ত তারা।

আরও পড়ুন -  আন্তর্জাতিক অপরাধ আদালত খতিয়ে দেখবে, ইউক্রেন - রাশিয়া