নিজস্ব সংবাদদাতাঃ শুক্রবার জলপাইগুড়ি জেলায় এসে দলীয় কর্মী কাউন্সিলর এবং বিধায়কদের সাথে বৈঠক করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সুকান্ত মজুমদার মালবাজারে আসতেই বিজেপি কর্মীরা র্যালী করে তাঁকে পার্টি অফিসে নিয়ে আসেন।
এরপর কর্মী, কাউন্সিলর, বিধায়ক, জেলা সভাপতি এবং সাংসদকে নিয়ে বৈঠক করেন। এদিন সুকান্তবাবু বলেন,আমি মালবাজার এবং জলপাইগুড়িতে বিজেপি নেতা কর্মীদের নিয়ে বৈঠক করছি। পুরসভা নির্বাচনের ফলাফল প্রসঙ্গে সুকান্তবাবু বলেন, পুরসভায় কিভাবে ভোট হয়েছে তা সবাই জানে। তৃণমূলীরা নিজেরাই ইচ্ছেমতো ভোট করিয়েছে। এইভাবে ভোটের থেকে কাউকে অ্যাডমিনিষ্ট্রেটর হিসেবে বসিয়ে দিলেই ভাল হত। এদিন এই বৈঠকে উপস্থিত ছিলেন, জলপাইগুড়ির বিজেপি সাংসদ ডক্টর জয়ন্ত রায়, নাগ্রাকাটার বিধায়ক পুনা ভেংড়া, জলপাইগুড়ি জেলার বিজেপি সভাপতি বাপি গোষ্যামী, মাল টাউন মণ্ডল সভাপতি নবীন সাহা এবং বিজেপি কাউন্সিলার সুশান্ত সাহা সহ অন্যান্যরা।