UN: দেশ ছেড়েছেন ৩০ লাখের বেশি ইউক্রেনীয়, জাতিসংঘ

Published By: Khabar India Online | Published On:

 ৩০ লাখের বেশি ইউক্রেনীয় দেশ ছেড়ে প্রতিবেশি দেশগুলোতে আশ্রয় নিয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘ।

বুধবার রুশ বার্তাসংস্থা তাস এ খবর জানায়।

জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর-এর তথ্য অনুযায়ী, গত ২৪ ফেব্রুয়ারি থেকে ১৫ মার্চ পর্যন্ত ইউক্রেন ছেড়েছেন ৩০ লাখ ৩৮১ জন বাসিন্দা।

দেশ ছাড়া এসব মানুষের অধিকাংশই প্রতিবেশি দেশগুলোতে আশ্রয় নিয়েছেন।

আরও পড়ুন -  Mariupol: স্টিল কারখানা থেকে ইউক্রেনীয় সেনাদের উদ্ধার

এরমধ্যে পোল্যান্ডে আশ্রয় নিয়েছেন ১৮ লাখ ৩০ হাজার ৭১১ জন, রোমানিয়ায় গেছেন ৪ লাখ ৫৯ হাজার ৪৮৫ জন। মলদোবাতে আরও ২ লাখ ৬৭ হাজার ৫৭০ জন আশ্রয় নিয়েছেন। এ ছাড়া হাঙ্গেরিতে গেছেন অনেক ইউক্রেনীয়।

আরও পড়ুন -  NATO: ইউক্রেন ন্যাটোতে যোগ দেবে নাঃ প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক আগ্রাসন শুরু করে রাশিয়া। একইসঙ্গে ইউক্রেনের রাজধানী কিয়েভসহ বিভিন্ন শহরে গোলা ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে রুশ বাহিনী।

যুদ্ধে দুই পক্ষেরই ব্যাপক প্রাণহানীর খবর পাওয়া যাচ্ছে। সূত্র জানায়, রাশিয়ার সীমান্তবর্তী ইউক্রেনের শহরগুলো ঘিরে রেখেছে রুশ সামরিক বাহিনী; হামলা চলছে ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভেও।

আরও পড়ুন -  পেট্রোল ও ডিজেলের লাগাম ছাড়া মূল্যবৃদ্ধির বিরুদ্ধে পথসভা

ইউক্রেনের রাজধানী কিয়েভের পাশে অবস্থান করছে রুশ বাহিনীর ৪০ মাইল দীর্ঘ একটি বহর। তারা যে কোনো সময় শহরটিতে হামলা চালাতে পারে।

রাশিয়ার গোলা ও ক্ষেপণাস্ত্র হামলায় খারকিভ, মারিওপল শহরে ব্যাপক ক্ষয়ক্ষতি ও প্রাণহানীর খবর পাওয়া যাচ্ছে। ছবি: তাস