৩০ লাখের বেশি ইউক্রেনীয় দেশ ছেড়ে প্রতিবেশি দেশগুলোতে আশ্রয় নিয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘ।
বুধবার রুশ বার্তাসংস্থা তাস এ খবর জানায়।
জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর-এর তথ্য অনুযায়ী, গত ২৪ ফেব্রুয়ারি থেকে ১৫ মার্চ পর্যন্ত ইউক্রেন ছেড়েছেন ৩০ লাখ ৩৮১ জন বাসিন্দা।
দেশ ছাড়া এসব মানুষের অধিকাংশই প্রতিবেশি দেশগুলোতে আশ্রয় নিয়েছেন।
এরমধ্যে পোল্যান্ডে আশ্রয় নিয়েছেন ১৮ লাখ ৩০ হাজার ৭১১ জন, রোমানিয়ায় গেছেন ৪ লাখ ৫৯ হাজার ৪৮৫ জন। মলদোবাতে আরও ২ লাখ ৬৭ হাজার ৫৭০ জন আশ্রয় নিয়েছেন। এ ছাড়া হাঙ্গেরিতে গেছেন অনেক ইউক্রেনীয়।
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক আগ্রাসন শুরু করে রাশিয়া। একইসঙ্গে ইউক্রেনের রাজধানী কিয়েভসহ বিভিন্ন শহরে গোলা ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে রুশ বাহিনী।
যুদ্ধে দুই পক্ষেরই ব্যাপক প্রাণহানীর খবর পাওয়া যাচ্ছে। সূত্র জানায়, রাশিয়ার সীমান্তবর্তী ইউক্রেনের শহরগুলো ঘিরে রেখেছে রুশ সামরিক বাহিনী; হামলা চলছে ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভেও।
ইউক্রেনের রাজধানী কিয়েভের পাশে অবস্থান করছে রুশ বাহিনীর ৪০ মাইল দীর্ঘ একটি বহর। তারা যে কোনো সময় শহরটিতে হামলা চালাতে পারে।
রাশিয়ার গোলা ও ক্ষেপণাস্ত্র হামলায় খারকিভ, মারিওপল শহরে ব্যাপক ক্ষয়ক্ষতি ও প্রাণহানীর খবর পাওয়া যাচ্ছে। ছবি: তাস