Jerin Khan: জেরিন খানকে সুপারিশ করার কেও নেই! তাই বলিউডে সুযোগ পাচ্ছে না

Published By: Khabar India Online | Published On:

 সালমান খানের বিপরীতে ‘বীর’ সিনেমা দিয়ে বলিউডে পা রাখেন। ২০১০ সালে মুক্তি পায় সেই ছবি। হইচই হয়েছিলো সেইসময় নতুন নায়িকা জেরিন খানকে নিয়ে। সৌন্দর্য সবার  নজর কেড়েছিল। জেরিনকে অনেকেই ক্যাটরিনা কাইফের সঙ্গে তুলনা করেছিলেন।

ক্যাটরিনা নিজের অভিনয় ও হিন্দি উচ্চারণের উন্নতি ঘটালেও পারলেন না জেরিন সমানতালে সেটা পারেননি। তাই সময়ের স্রোতে ম্লান হয়ে আছেন।

আরও পড়ুন -  KIFF: বাতিল চলচ্চিত্র উৎসব, করোনায় আক্রান্ত আয়োজক কমিটির একাধিক সদস্যরা

সম্প্রতি এক গণমাধ্যমে সাক্ষাৎকারকালে জেরিন তার ক্যারিয়ার নিয়ে নানা কথা বলেছেন। সরাসরারি বলেছেন, তিনি কাজ পাচ্ছেন না। কেউ ডাকে না তাকে।

তিনি বলেন, ‘অনেকগুলো কারণ রয়েছে কাজ না পাওয়ার। প্রথমত এই শিল্পের অংশ হওয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল খুব সামাজিক এবং সব ধরণের পার্টিতে যোগদান করা। মানুষের সাথে সংযোগ স্থাপন করা। এগুলো আমার ক্যারিয়ারের শুরুতে আমি জানতাম না।

আরও পড়ুন -  Weather Update: আজকে কি শুক্রবারের থেকেও বেশি বৃষ্টি হবে!

আমি বড় ব্যবসায়ী লোকদের সাথে বন্ধুত্ব করার জন্য এতটা আগ্রহী ছিলাম না, তাই আমার সুযোগের অভাবও ছিল বেশি। বলিউডে এখন এমন অবস্থা হয়েছে যে প্রত্যেকে প্রত্যেকের বন্ধু এবং তারা তাদের বন্ধুদের সঙ্গে কাজ করছে। লোকেরা যদি বলিউডে তাদের বন্ধুদের সুপারিশ করতে থাকে তবে আমার মতো লোকেরা কীভাবে কাজ পাবে?’

আরও পড়ুন -  Pakistan Government: পাকিস্তান সরকার চিন্তা করছে, ইমরানের দল নিষিদ্ধের

অভিনেত্রী মনে করেন তার প্রতিভা এখনও চলচ্চিত্র নির্মাতারা ভালোভাবে অনুসরণ করেননি।

 তিনি বিশ্বাস করেন, সামনে হয়তো তার ভাগ্য ভালো হতে পারে।