সুপ্রিম কোর্টে যাচ্ছেন আন্দোলনকারীরা, হিজাব-রায়কে চ্যালেঞ্জ

Published By: Khabar India Online | Published On:

 কর্ণাটকের আলোচিত হিজাব মামলার রায়ে সন্তুষ্ট হতে পারেননি আন্দোলনকারীরা। হাইকোর্টের দেয়া রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাবেন তারা।

বিবিসির এক প্রতিবেদনে জানা যায়, কর্নাটক রাজ্যের হাইকোর্ট মঙ্গলবার এক গুরুত্বপূর্ণ রায় ঘোষণা করে জানিয়েছে, মেয়েদের হিজাব পরা কখনোই ইসলাম ধর্মের অপরিহার্য অংশ নয়।

আরও পড়ুন -  টেট দুর্নীতিতে সিবিআই তদন্ত চলবে দিতে হবে অগ্রগতি রিপোর্ট, জানালো সুপ্রিম কোর্ট

হাইকোর্টের দেয়া এই রায়েই সন্তুষ্ট হতে না পেরে আন্দোলনকারীরা সুপ্রীমকোর্টের দ্বারস্থ হবেন বলে জানিয়েছেন। হাইকোর্টের দেয়া রায় নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন দেশের অনেক রাজনীতিবিদও।

আলোচিত এই হিজাব মামলার রায়ে হাইকোর্ট থেকে বলা হয়েছে, হিজাব পরা ইসলাম ধর্মবিশ্বাসে বাধ্যতামূলক ধর্মীয় অনুশীলন নয়, তাই এ ক্ষেত্রে ভারতীয় সংবিধানের ২৫ নম্বর ধারার রক্ষাকবচ প্রযোজ্য নয়। পাশাপাশি স্কুল পরিচ্ছদের অঙ্গ হিসেবে হিজাব বা অন্য কোনো আবরণ বা উত্তরীয় নিষিদ্ধ করায় শিক্ষার্থীদের মৌলিক অধিকার খর্ব হচ্ছে এমনটিও দেখছে না হাইকোর্ট।

আরও পড়ুন -  খোলামেলা দৃশ্যে লজ্জার সমস্ত সীমা অতিক্রম করেছেন অভিনেত্রী ক্যামেরার সামনে, একলা দেখবেন (Bold Web Series)

হাইকোর্টের রায়ের ফলে স্কুল বা শিক্ষাপ্রতিষ্ঠানে হিজাব পরে আসা নিষিদ্ধ হিসেবে রয়ে গেলো। হাই কোর্টের এই রায়ের বিরুদ্ধেই এবার সুপ্রিমকোর্টে আবেদন করতে চলেছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।

আরও পড়ুন -  Mahsha Amini: ইরানের তেল শোধনাগারের কর্মীরা, বিক্ষোভে যোগ দিলেন

 কর্ণাটক রাজ্যের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই আলোচিত এই রায় ঘোষণাকে কেন্দ্র করে রাজ্যে সম্প্রীতি ও আইনশৃঙ্খলা রক্ষার আবেদন জানিয়েছেন। এছাড়া আদালতের রায়কে স্বাগত জানিয়েছে ক্ষমতাসীন দল বিজেপি। ছবি- এনডিটিভি