মোথাবাড়িতে মন্ত্রী সাবিনা ইয়াসমিনের নেতৃত্বে, তৃণমূলের যোগদান কর্মসূচী

Published By: Khabar India Online | Published On:

নিজস্ব সংবাদদাতা, মালদা, ১৪ মার্চঃ   এবার মোথাবাড়ি বিধানসভা কেন্দ্রে কংগ্রেস এবং বিজেপিতে ব্যাপক ভাঙ্গন ধরালো তৃণমূল।  কংগ্রেস এবং বিজেপি’র স্থানীয় দুই নেতার নেতৃত্বে প্রায় ৫০০ জন কর্মী তৃণমূলে যোগদান করলেন । রবিবার রাতে এই যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মোথাবাড়ি বিধানসভার কেন্দ্রের অন্তর্গত পঞ্চনন্দপুর ২ গ্রাম পঞ্চায়েত অফিস সংলগ্ন মেঘুটোলা স্ট্যান্ডের মঞ্চ গড়ে ঘটা করে এই যোগ দান কর্মসূচী অনুষ্ঠিত হয়। এদিনের এই যোগদান কর্মসূচির প্রধান উদ্যোক্তা ছিলেন স্থানীয় তৃণমূল বিধায়ক তথা রাজ্যের সেচ ও উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী সাবিনা ইয়াসমিন। বিরোধী দল থেকে আসা কংগ্রেস এবং বিজেপি নেতা কর্মীদের হাতে তৃণমূলের ঝাণ্ডা তুলে স্বাগত জানান মন্ত্রী সাবিনা ইয়াসমিন।

আরও পড়ুন -  PM Svanidhi Loan: গ্যারান্টি ছাড়াই ঋণ দিচ্ছে সরকার, এর সুবিধা কারা কারা পাবেন?

স্থানীয় তৃণমুল সূত্রে জানা গিয়েছে, এদিন পঞ্চানন্দপুর ২ অঞ্চল  কংগ্রেস সভাপতি প্রদীপ ঘোষের নেতৃত্বে  প্রায় ৪০০ দলীয়কর্মী তৃণমূলে যোগদান করেন । পাশাপাশি স্থানীয় বিজেপির অঞ্চল কমিটির কার্যকরী সভাপতি চৈতন্য মণ্ডলের  নেতৃত্বে প্রায় ১০০ জন দলীয় কর্মী  তৃণমূল যোগদান করেন।

আরও পড়ুন -  অনামিকা ‐ 2

মন্ত্রী সাবিনা ইয়াসমিন বলেন, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর উন্নয়নের জোয়ারের মোথাবাড়ি বিধানসভা কেন্দ্রে তৃণমূল গত বিধানসভা পঞ্চায়েত নির্বাচনে খুব ভালো ফল করেছে। তবে বিরোধীদের যতটুকু অস্তিত্ব ছিল এবারের তাও ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। এদিন সংশ্লিষ্ট বিধানসভা কেন্দ্রের কংগ্রেস এবং বিজেপি দলের দুই নেতার নেতৃত্বে প্রায় ৫০০ জন কর্মী তৃণমূলে যোগদান করেছেন।  তাদেরকে আমরা সসম্মানে দলের ঝান্ডা হাতে তুলে দিয়ে স্বাগত জানিয়েছি। আগামী দিনে এই বিধানসভা কেন্দ্রে দলীয় কাজের ক্ষেত্রে সংগঠন আরো শক্তি বৃদ্ধি হবে।

আরও পড়ুন -  Footpath Trader: তৃণমূল করার অভিযোগে এক ফুটপাত ব্যবসায়ীর দোকান বন্ধ করে দিল