সৃষ্টিশীলতার গলা টিপে মারি তা হলে আর রইল কী? আমি এটা কোনো দিন করতে পারব নাঃ পাওলি

Published By: Khabar India Online | Published On:

 ‘দ্য গ্রেট ইন্ডিয়ান মার্ডার সিরিজের দ্বিতীয় পর্বে আবার দেখা যেতে পারে পাওলি দামকে এমনটি জানিয়েছেন এই অভিনেত্রী। বলিউডে পাওলি দামের প্রথম কাজ বিক্রম ভট্টের প্রযোজনায় তৈরি ছবি ‘হেট স্টোরি’।

সৌন্দর্যে, সাহসী দৃশ্যে, অভিনয় গুণে, ছবিটি আলোচনার কেন্দ্রে পৌঁছে দিয়েছিল তাকে। ছবির জনপ্রিয়তা বাধ্য করেছিল তার ফ্র্যাঞ্চাইজি বানাতে।

আরও পড়ুন -  Video: প্রকাশ্যে লিপলক চুম্বন আম্রপালিকে, তারপর নিরাহুয়া নিয়ন্ত্রণহীন হলেন, ভিডিও ইন্টারনেটে ভাইরাল

শনিবারের ‘অ-জানাকথা’-র আমন্ত্রিত অতিথি কথায় অভেনেত্রী সামনে এনেছিলেন হেট স্টোরি ছবিতে তার মায়ানগরী জয়ের কথা। অভিনীত চরিত্রের মতোই সাহসী হেট স্টোরির ‘কাব্য’ বললেন, ‘নিরাপত্তা খুঁজতে গিয়ে যদি সৃষ্টিশীলতার গলা টিপে মারি তা হলে আর রইল কী? আমি এটা কোনো দিন করতে পারব না।’

আরও পড়ুন -  Badru Banerjee: চলে গেলেন ফুটবল তারকা বদ্রু ব্যানার্জি

 তিনি আরও জানান, তিনি কোনো দিনই ভাবেননি অভিনয়ে আসবেন। ঘটনাচক্রে চলে এসেছেন বিনোদন দুনিয়ায়। কাজ করতে করতে ক্রমশ ভালোবেসে ফেলেছেন পেশাকে। আজ প্রতি মুহূর্ত যাপন করেন অভিনয়কে আঁকড়ে। তাই ‘সদা হারাই’ ভয় তার নেই।

পাওলি বলেন, ‘আমি নিজে একঘেয়েমিতে ভুগলে দর্শকও ভুগবেন। একই গল্পের পরবর্তী অংশে আমার নতুন করে তাদের আর কিছু দেয়ার থাকবে না। তাদেরও আমার কাছ থেকে কিছু পাওয়ার থাকবে না। তাই আমি কোনো ছবির ১, ২, ৩, ৪ ফ্র্যাঞ্চাইজিতে নেই। যা কিছু মৌলিক তাই আমায় আকর্ষণ করে। আমিও তাই মৌলিক কাহিনীর উপরে ভিত্তি করে বানানো ছবি বা সিরিজে কাজ করতে পছন্দ করি।’

আরও পড়ুন -  বিয়ের পর আধার কার্ডে ঠিকানা পরিবর্তনের সহজ উপায়