নবনির্বাচিত TMC-র কাউন্সিলরের ছেলেকে মারধরের অভিযোগ

Published By: Khabar India Online | Published On:

নিজস্ব সংবাদদাতাঃ   ভাটপাড়া পৌরসভার 18 নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত তৃণমূল কাউন্সিলরের ছেলেকে মারধরের অভিযোগ উঠল জগদ্দল মেঘনা এলাকার বেশকিছু যুবকের বিরুদ্ধে। এ বিষয়ে জগদ্দল থানায় একটি অভিযোগ দায়ের করা হলে পুলিশ অভিযুক্তদের মধ্যে একজন প্রমোদ সিং নামে একজনকে আটক করেছে। তৃণমূল কাউন্সিলর ছেলে আক্রান্ত নমিত সিংয়ের অভিযোগ জগদ্দল অকল্যান্ড জুট মিলে কিছু শ্রমিককে বসিয়ে দেওয়া মিল কর্তৃপক্ষের কাছে প্রতিবাদ করার জন্যই শুক্রবার রাতে তার ওপর এই হামলা চালানো হয়েছে।রড দিয়ে মেরে তার মাথা ফাটিয়ে দেয় বলে অভিযোগ।

আরও পড়ুন -  রোহিত-কোহলি সহ দলে প্রবেশ করছেন একাধিক তারকা ক্রিকেটার আজিদের বিপক্ষে তৃতীয় ODI-তে, IND vs AUS

ছেলেকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হতে হয় ভাটপাড়া 18 নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত তৃণমূল কাউন্সিলর সুনীতা সিং কেও। শনিবার জগদ্দল থানায় অভিযোগ দায়ের করা হলে পুলিশ এ বিষয়ে তদন্ত শুরু করেছে।

আরও পড়ুন -  President Resign: প্রেসিডেন্ট বুধবারই পদত্যাগ করবে শ্রীলঙ্কার, প্রধানমন্ত্রীর দপ্তর জানিয়েছে