‘বসন্ত বহিল’ ভাইরাল অঙ্কিতা

Published By: Khabar India Online | Published On:

অঙ্কিতা ভট্টাচার্য,রিয়্যালিটি শো থেকে উঠে আসা কিশোরী গায়িকা। তিনি রীতিমতো জনপ্রিয় এক শিল্পী। তার গান শোনার অপেক্ষায় থাকেন বাংলাগানের শ্রোতারা।

আবার ভাইরাল অঙ্কিতা। এর কারণও একটি গান। সম্প্রতি ‘বসন্ত বহিল’ বলে একটি গান রেকর্ড করেছেন অঙ্কিতা। সেটি সোশ্যাল মিডিয়ায় দ্রুত ছড়িয়ে পড়েছে। আর তাতেই ভাইরাল অঙ্কিতা।

আরও পড়ুন -  ৪৮ এ অটুট জিম পোশাকে, কার্ভি ফিগার দেখালেন Malaika Arora, পুরুষ ভক্তরা ঘায়েল

৯ মার্চ ইউটিউবে মুক্তি পেয়েছে গান। মাত্র দু’দিনের মধ্যেই প্রায় ৫৩ হাজার মানুষ দেখে ফেলেছেন গানটির ভিডিও। সাড়ে তিন হাজারের বেশি লাইক পেয়ে গেছে গানটি।

গানটির কথা প্রচলিত। কিন্তু তাতে নতুন করে সুর দেয়া হয়েছে। সেই কাজটি করেছেন অতিশয় জৈন। জনপ্রিয় রেকর্ড লেবেল কোম্পানির তরফে প্রকাশ করা হয়েছে গানটি।

আরও পড়ুন -  Jaya Ahsan: শোক প্রকাশের সাধ্য আমার নেইঃ অভিনেত্রী জয়া আহসান

গানের কথা— বসন্ত এসে গিয়েছে। কিন্তু প্রেমিক আসেনি। সে বিদেশে। তার অপেক্ষায় বিরহকাতর প্রেমিকা। সেই প্রেমিকার বয়ানেই গানের কথা। আর সেটিই গেয়েছেন অঙ্কিতা।

অঙ্কিতার অনুরাগীরা অবশ্য সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই এর সঙ্গে অঙ্কিতার ব্যক্তিগত জীবনের মিল খুঁজতে শুরু করে দিয়েছেন। তাদের অনেকের দাবি, অঙ্কিতার ব্যক্তিগত জীবনের গল্পই উঠে এসেছে এই গানে। যদিও তেমন কোনও প্রমাণ নেই কারও হাতেই।

আরও পড়ুন -  খনি দুর্ঘটনায় শ্রমিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য