Hrithik Roshan-Saba Azad: হৃতিক রোশন-সাবা আজাদ বিয়ে করছেন কি?

Published By: Khabar India Online | Published On:

হৃতিক রোশন ও সাবা আজাদ, এই সময় বলিউডের অন্যতম আলোচিত নাম। মুম্বাইয়ের একটি ক্যাফেতে একসঙ্গে দেখা যায় তাদের। একে অপরের হাত ধরে ক্যাফে থেকে বাইরে আসতেই তাদের নিয়ে শুরু হয় গুঞ্জন। এরপর সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে হৃতিকের বাড়িতে তার পরিবারের সঙ্গেও দেখা যায় সাবাকে। তাহলে কি শিগগিরিই বিয়ে করতে চলেছেন তারা? তাদের কাছের এক বন্ধু ফাঁস করলেন খবর।

আরও পড়ুন -  হৃত্বিককে দেখে এমন করে জড়িয়ে ধরলেন সুজান বিবাহ বিচ্ছেদের বহু দিন পর, ছবি দেখুন

মডেল, অভিনেতা, গায়িকা সাবা আজাদের সঙ্গে প্রেমের সম্পর্ক যেমন স্বীকার করেননি হৃতিক সে রকমই এই সম্পর্ক অস্বীকারও করেননি তিনি। ফারহান আখতারের বিয়ের পরই শোনা গিয়েছিল কানাঘুষো। বন্ধুকে দেখে বিয়ের পিঁড়িতে বসার শখ জেগেছে হৃতিকের। সাবার গানের পাশাপাশি তার সৌন্দর্যে মজেছেন অভিনেতা। সাবার সব ইনস্টাগ্রাম পোস্টেই কমেন্ট করতে দেখা যায় হৃতিককে। শুধু হৃতিক নয়, তার প্রাক্তন স্ত্রী সুজানকেও দেখা গিয়েছে সাবার প্রশংসা করতে। এমনকি হৃতিক সুজানের দুই ছেলে রেহান ও হৃদানের সঙ্গেও ভালো সম্পর্ক সাবার।

আরও পড়ুন -  Gold Price Today: ক্রেতারা চিন্তায়, সোনার দাম আবার চড়ল, কলকাতার বাজারদর আজ কি রয়েছে?

সম্প্রতি তাদের এক ঘনিষ্ঠ বন্ধু বলেন,সাবা ও হৃতিক একে অপরের প্রেমে পড়েছেন। হৃতিকের পরিবারও সাবাকে পছন্দ করে। এমনকি হৃতিকের মতোই তার পরিবারও সাবার গানের ভক্ত। সম্প্রতি ব্রাঞ্চে হৃতিকের বাড়ি গিয়েছিলেন সাবা। সেখানে গিয়ে গান ও জিভিংয়ের সেশন করেন সাবা, যা খুবই এনজয় করেছে গোটা পরিবার।

আরও পড়ুন -  Felna: খোলা কোমর দুলিয়ে নাচের কারণে, ট্রোলের শিকার অভিনেত্রী হিয়া দে