দশম শ্রেণীর স্কুল ছাত্রীর মৃতদেহ মাটি খুঁড়ে বের করে, আবার ময়না তদন্ত

Published By: Khabar India Online | Published On:

নিজস্ব সংবাদদাতাঃ   দশম শ্রেণীর স্কুল ছাত্রীর মৃতদেহ মাটি খুঁড়ে বের করে আবার ময়না তদন্তের জন্য উত্তর বঙ্গ মেডিকেল কলেজে পাঠানো হলো। পুলিশ প্রশাসন এবং ম্যাজিস্ট্রেট উপস্থিতে মৃতের পরিবারের লোক জনের সামনে বুধবার মালবাজার ব্লকের মানাবাড়ি চাবাগানে কবর খুরে মৃতদেহ উদ্ধার হয়।

আরও পড়ুন -  Durga Puja: আগামী দুর্গা পূজা উপলক্ষে "২১শে লড়াইয়ে সেরা সম্মান ও এম্বুলেন্স পরিষেবা ওকে ক্যাবস সার্ভিসের

উল্লেখ্য গত ২৫ শে জানুয়ারি মাল ব্লকের মানাবাড়ি চাবাগানে দশম শ্রেণীর ছাত্রী মৃতদেহ উদ্ধার হয় ওদলাবাড়ি রেল লাইনে।

ওই বাগানেরই অন্য সেকশনে আপত্তির বাড়ি বিয়ের অনুষ্ঠানে এসে রাতে নিখোঁজ হয়ে যায়। ২৭ জানুয়ারি নিখোঁজ কিশোরীর পরিবার নিউ মাল স্টেশনে গিয়ে মৃতদেহ শনাক্ত করে।

আরও পড়ুন -  Christmas: কম খরচ করবেন যুক্তরাষ্ট্রের ধনীরা বড়দিনে

এরপর মৃতের পরিবার ও আত্মীয়স্বজন, ময়না তদন্তের রিপোর্টে সন্তুষ্ট হয়নি। তারা চেয়েছেন সঠিক তদন্ত হোক। প্রয়োজনে আবার ময়না তদন্ত করা হোক।

এদিন কবর থেকে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্ত করতে শিলিগুড়ি পাঠানো হয়।

আরও পড়ুন -  ঘরবন্দি সিরিয়ালের জনপ্রিয় নায়িকা