দশম শ্রেণীর স্কুল ছাত্রীর মৃতদেহ মাটি খুঁড়ে বের করে, আবার ময়না তদন্ত

Published By: Khabar India Online | Published On:

নিজস্ব সংবাদদাতাঃ   দশম শ্রেণীর স্কুল ছাত্রীর মৃতদেহ মাটি খুঁড়ে বের করে আবার ময়না তদন্তের জন্য উত্তর বঙ্গ মেডিকেল কলেজে পাঠানো হলো। পুলিশ প্রশাসন এবং ম্যাজিস্ট্রেট উপস্থিতে মৃতের পরিবারের লোক জনের সামনে বুধবার মালবাজার ব্লকের মানাবাড়ি চাবাগানে কবর খুরে মৃতদেহ উদ্ধার হয়।

আরও পড়ুন -  Competition: গোয়া থেকে কোচি নৌযাত্রার প্রতিযোগিতা

উল্লেখ্য গত ২৫ শে জানুয়ারি মাল ব্লকের মানাবাড়ি চাবাগানে দশম শ্রেণীর ছাত্রী মৃতদেহ উদ্ধার হয় ওদলাবাড়ি রেল লাইনে।

ওই বাগানেরই অন্য সেকশনে আপত্তির বাড়ি বিয়ের অনুষ্ঠানে এসে রাতে নিখোঁজ হয়ে যায়। ২৭ জানুয়ারি নিখোঁজ কিশোরীর পরিবার নিউ মাল স্টেশনে গিয়ে মৃতদেহ শনাক্ত করে।

আরও পড়ুন -  উপরাষ্ট্রপতির পরিবারের পক্ষ থেকে ১০ লক্ষ টাকা অনুদান

এরপর মৃতের পরিবার ও আত্মীয়স্বজন, ময়না তদন্তের রিপোর্টে সন্তুষ্ট হয়নি। তারা চেয়েছেন সঠিক তদন্ত হোক। প্রয়োজনে আবার ময়না তদন্ত করা হোক।

এদিন কবর থেকে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্ত করতে শিলিগুড়ি পাঠানো হয়।

আরও পড়ুন -  Dirty Bomb: রাশিয়াকে সতর্কবার্তা পশ্চিমের, ইউক্রেনের ‘ডার্টি বোমা’ ব্যবহারের অজুহাতের বিরুদ্ধে