পথ অবরোধ করল মাধ্যমিক পরীক্ষার্থীরা!

Published By: Khabar India Online | Published On:

নিজস্ব সংবাদদাতাঃ   সরকারি স্টেট বাসে মাধ্যমিক পরীক্ষার্থীদের স্টুডেন্ট ভাড়া না নেওয়ায়, সোমবার মাধ্যমিক পরীক্ষা শেষে ধূপগুড়ির, ধূপগুড়ি থেকে ময়নাগুড়িগামী জাতীয় সড়কের জলঢাকা বাসস্টান্ডে পথ অবরোধ করল মাধ্যমিক পরীক্ষার্থীরা। জানা গেছে, ধূপগুড়ির মাগুরমারী ২ নং গ্রাম পঞ্চায়েতের মল্লিক পাড়া স্কুলের মাধ্যমিক পরীক্ষার্থীদের পরিক্ষাকেন্দ্র পড়েছে ১৮ কিলোমিটার দূর ঠাকুরপাঠ এলাকার রাজামোহন স্কুলে।

আরও পড়ুন -  ICC Ranking: শীর্ষস্থানে ভারত, প্রকাশিত হল ICC টেস্ট ও ODI র্যাঙ্কিং

স্কুলের প্রধান শিক্ষক অভিভাবকদের সাথে বৈঠক করে ২০ টাকা করে স্টুডেন্ট ভাড়া দেওয়ার সিদ্ধান্ত নেন। এদিন পরীক্ষা শেষে মাধ্যমিক পরীক্ষার্থীরা একটি স্টেট বাস উঠলে, স্টুডেন্ট ভাড়া না নেওয়ায় তারা ক্ষিপ্ত হয়ে এই পথ অবরোধ করে বলে জানা গেছে।

আরও পড়ুন -  তিনদিন লুকোচুরির পর নিজের ডেরায় ফিরল বাঘ