আবার সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করল রাশিয়া। এর আগে শনিবার পাঁচ ঘণ্টার যুদ্ধবিরতি ঘোষণা করেছিল রাশিয়া। কিন্তু উদ্ধার কাজ অসমাপ্ত থেকে গিয়েছিল। তাই রবিবার দ্বিতীয় দফায় ফের যুদ্ধবিরতি ঘোষণা করা হল।
মারিওপোল ও ভলনোভাগা এই দুই শহরে আড়াই ঘণ্টা উদ্ধার কাজ চলবে বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই ওই দুই শহরে আটকে থাকা মানুষজনকে নিরাপদে সরানোর উদ্যোগ শুরু হয়ে গিয়েছে। অন্যান্য দেশের সঙ্গে ভারতীয়রাও সেখানে আটকে রয়েছেন। যদিও এখনও পর্যন্ত প্রচুর ভারতীয়কে দেশে ফেরানো সম্ভব হয়েছে। ভারতীয়দের ফেরানোর জন্য সাময়িক সংঘর্ষবিরতির আবেদন জানিয়েছিল ভারত সরকার। সেই মর্মে সাড়া দিয়ে শনিবারের পর রবিবার ফের আড়াই ঘণ্টার সময় দিল রাশিয়া।
এর আগে শনিবার গভীর রাতে ইউক্রেনের বিদেশমন্ত্রী ডিমিত্র কুলেবা ভারত, চীন এবং নাইজেরিয়া সরকারকে অনুরোধ করেন, রাশিয়াকে গোলাগুলি বন্ধ করতে বলার জন্য, যাতে বিপন্ন নাগরিকরা যুদ্ধবিধ্বস্ত জায়গাগুলি থেকে সরে যেতে পারে। এদিকে সোমবার ফের তৃতীয়বারের জন্য আলোচনা হতে পারে।