Partner: নারীরা, সঙ্গীর কি গুণ দেখে?

Published By: Khabar India Online | Published On:

সঙ্গী বাছাইয়ে কোন গুণ সবচেয়ে বেশি প্রাধান্য পায় নারীদের কাছে তা জানতে সমীক্ষা চালান জার্মানির এক বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞানীরা। বিশ্বের অন্যতম বৃহৎ ওই সমীক্ষা ১৮০টি দেশের ৬৪ হাজার মানুষের উপর চালানো হয়।

আরও পড়ুন -  Lemons: লেবু খাবেন যে কারণে

সমীক্ষা বলছে, দেহসৌষ্ঠব বা ধন-দৌলত নয়, সঙ্গীর উদারতা বা দয়াই সবচেয়ে বেশি আকৃষ্ট করে নারীদের। শুধু বিষমপ্রেমী নারীরাই নন, সমপ্রেমী ও রূপান্তরকামীরাও অংশ নিয়েছিলেন এই সমীক্ষায়। অংশগ্রহণকারী নারীদের মধ্যে ৪০ হাজার ৬০০ জনের বয়স ছিল ১৮ থেকে ২৪ এর মধ্যে।

আরও পড়ুন -  সাড়ে চারশো বছর আগে পাতাল ভেদ করে ওঠেন দেবী

সমীক্ষায় অংশগ্রহণকারীদের প্রায় ৯০ শতাংশই জানিয়েছেন, তারা বেশিরভাগ নিজের সঙ্গীকে উদার হিসেবে দেখতে চান। এই তালিকায় দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে সহমর্মিতা ও বুদ্ধিমত্তা। যথাক্রমে ৮৬ দশমিক ৫ ও ৭২ শতাংশ নারী এই গুণগুলি দেখতে চান নিজের সঙ্গীর মধ্যে।

আরও পড়ুন -  Big Surprise: ঘাসফুলের প্রার্থি তালিকায় বড় চমক, ৭৩ নম্বর ওয়ার্ডে