Apple: অ্যাপলের পণ্য বিক্রি বন্ধ হল, রাশিয়ায়

Published By: Khabar India Online | Published On:

ইউক্রেনে রুশ সেনা হামলা করার পর থেকেই একের পর এক কঠোর নিষিদ্ধের সম্মুখীন হচ্ছে রাশিয়া। এবার টেক জায়ান্ট অ্যাপল রাশিয়ায় তাদের পণ্য বিক্রি বন্ধ করলো।

এক বিজ্ঞপ্তিতে কোম্পানি এ তথ্য দিয়েছে বলে জানিয়েছে বিবিসি। একইসঙ্গে অ্যাপল রাশিয়ায় তাদের পেমেন্টস সিস্টেম অ্যাপল পে এবং লাইভ ট্রাফিক ট্র্যাকিংয়ের মতো অন্যান্য সেবাও সীমিত করেছে।

আরও পড়ুন -  ৯১ ফিলিস্তিনি শিশু নিহত, ইসরায়েলি হামলায়

মঙ্গলবার রাশিয়ার ক্রেতারা আইফোন বা ম্যাকবুক কিনতে বা দেখতে কোম্পানির ওয়েবসাইটে প্রবেশ করলে একটি বার্তা দেখতে পাচ্ছেন, যাতে লেখা পণ্য ডেলিভারি সম্ভব নয়।

চলমান রাশিয়ান হামলার মধ্যেই ইউক্রেনের উপ-প্রধানমন্ত্রী মিখাইলো ফেদোরোভ অ্যাপলের চেয়ারম্যান টিম কুককে চিঠি দেন। চিঠিতে তিনি রাশিয়ায় অ্যাপল বন্ধ করে দেয়ার আকুতি জানান। উপ-প্রধানমন্ত্রীর এ চিঠির পরই এমন পদক্ষেপ নিল অ্যাপল।

আরও পড়ুন -  মিলাদ-উন-নবি’এর প্রাক্কালে দেশবাসীকে শুভেচ্ছা উপরাষ্ট্রপতির