ইন্টারনেটে ঝড়! নিরহুয়া ও অঞ্জনার উষ্ণ রোমান্সের ভিডিও

Published By: Khabar India Online | Published On:

জনপ্রিয় সংগীত এর মধ্যে একটি হলো ভোজপুরি সংগীত। পার্টি হোক অথবা ঠাকুর পূজার ভাসান সব জায়গাতেই ভোজপুরি গানের জুড়ি মেলা ভার। যদি কোনো পিকনিক হয় সেখানেও কোনো-না-কোনো ভোজপুরি গান বেজেই থাকে। যারা ভোজপুরি সিনেমা বেশ পছন্দ করে থাকেন তারা বেশ ভালো করেই জানেন ভোজপুরি সিনেমার একজন সুপারস্টার হলেন দীনেশ লাল যাদব, যিনি নিরহুয়া নামেও বেশ পরিচিত।

আরও পড়ুন -  অঞ্জনা সিং ঝাপটে ধরে নিরাহুয়াকে ঢুকিয়ে নিলো তোয়ালের ভিতরে, এই ভিডিও যারা দেখছেন লজ্জায় পড়ছেন

তার প্রত্যেকটি চলচ্চিত্র এবং গান তার আপামর ভক্তদের মধ্যে অত্যন্ত জনপ্রিয় হয়ে থাকে। কিন্তু সম্প্রতি এই নিরহুয়া এবং অঞ্জনা সিং এর একটি পুরনো গানের ভিডিও ইউটিউবে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। এই গানটির কথা হলো ‘সুহাগ ওয়ালি রতিয়া পূজা করবো রাজা।’ এই গানটিতে দীনেশ লাল যাদব এবং অভিনেত্রী অঞ্জনা সিং এর একটি কেমিস্ট্রি দেখানো হয়েছে।

আরও পড়ুন -  স্বচ্ছ জ্বালানি কোভিড পরবর্তী সময়ে দেশের অর্থনীতি পুনরুদ্ধারে সাহায্য করবে

 গানটিতে এদের দুজনের উষ্ণ অভিনয় আপনাকে বেঁধে রাখবে এবং গানটি বর্তমানে ইউটিউবে বেশ জনপ্রিয়। গানটি হাতকরি সিনেমা থেকে নেওয়া হয়েছে। ইতিমধ্যেই এখনো পর্যন্ত প্রায় আড়াই লক্ষ মানুষ এই গানটি দেখেছেন এবং এই গানটি অনেকেই শেয়ার করেছেন।

আরও পড়ুন -  Viral: নববধূ নিজের বরের উদ্দেশ্যে নৃত্য করলেন ‘তেরি ওর’এর তালে, নেটজনতা বেশ মজেছে