SIT: আমতার ঘটনার তদন্তে সিটের সদস্যরা

Published By: Khabar India Online | Published On:

আমতার ঘটনার তদন্তে সিটের সদস্যরা।

নিজস্ব সংবাদদাতা, হাওড়াঃ     আমতার ঘটনায় সোমবারই দুপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিশেষ তদন্তকারী দল (সিট) তৈরির নির্দেশ দিয়েছিলেন। এরপর সাংবাদিক সম্মেলনে তা জানান রাজ্য পুলিশের ডিজি। সোমবার রাতেই সিটের সদস্যরা পৌঁছে যান হাওড়ার আমতা থানায়। ঘটনার দিনে থানার পুলিশ কর্মীদের ডিউটি রোস্টার পরীক্ষা করা হয়। তাঁরা কথা বলেন থানার আধিকারিকদের সঙ্গেও। আজও তাঁরা ঘটনাস্থলে যান। তদন্তে নেমে ঘটনাস্থল ঘুরে দেখেন। এদিকে, আনিস খানের রহস্যমৃত্যুর ঘটনায় আমতা থানার ৩ পুলিশ কর্মীকে ইতিমধ্যেই সাসপেন্ড করা হয়েছে। কর্তব্যে গাফিলতির অভিযোগে আমতা থানার এএসআই নির্মল দাস, কনস্টেবল জিতেন্দ্র হেমব্রম এবং হোমগার্ড কাশীনাথ বেরাকে সাসপেন্ড করা হয়েছে বলে জানা গেছে।

আরও পড়ুন -  Durga Pujo: এ বছরের থিম সৃজনী, বালুরঘাট শহরের শিবতলীর ক্লাবের