মশাল জ্বেলে হাওড়া পুরসভার রিক্রিয়েশন ক্লাবের স্পোর্টসের সূচনা করলেন মুখ্য প্রশাসক ডাঃ সুজয় চক্রবর্তী।
নিজস্ব সংবাদদাতা, হাওড়াঃ মশাল প্রজ্বালনের মাধ্যমে হাওড়া পুরসভার রিক্রিয়েশন ক্লাবের বাৎসরিক ক্রীড়া প্রতিযোগীতার শুভ সূচনা হলো। মঙ্গলবার তিনটি ট্যাবলো সহ মশাল দৌড়ের মাধ্যমে এর শুভারম্ভ হয়। এরপর হাওড়া থানা, হাওড়া ময়দান, পঞ্চাননতলা রোড, নরসিংহ দত্ত রোড, কালিবাবুর বাজার সহ বিভিন্ন পথ পরিক্রমা করে শৈলেন মান্না স্টেডিয়ামে এসে মশাল দৌড় শেষ হয়। এর শুভ সূচনা করেন হাওড়া পুরসভার মুখ্য প্রশাসক ডাঃ সুজয় চক্রবর্তী, কমিশনার ধবল জৈন প্রমুখ।আগামী ২৪ ফেব্রুয়ারী প্রয়াত ইন্দ্রনীল সেন ও শৈবাল চক্রবর্তীর স্মরণে এক নক আউট ক্রিকেটের আয়োজন করা হয়েছে। চারদিন ব্যাপী এই ক্রীড়া প্রতিযোগিতা চলবে বলে জানান সূজয়বাবু। পুরসভার কমিশনার ধবল জৈন জানান, গত দু’বছর ধরে করোনার জন্য খেলাধূলা প্রায় বন্ধই হয়ে গেছে। আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে হাওড়ার মানুষ খেলাধূলার প্রতি উৎসাহ পাবেন।