Actress Alia Bhatt: পরনে সাদা ঢাকাই জামদানি, হাতাকাটা ব্লাউজ, কানে বড় দুল, আলিয়ার

Published By: Khabar India Online | Published On:

২৫ ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে বলিউড অভিনেত্রী আলিয়া ভাটের সিনেমা ‘গাঙ্গুবাঈ কাঠিয়াওয়াড়ি’। সিনেমা মুক্তির আগে প্রচারণার জন্য কলকাতায়। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের কলকাতায় অবস্থানের ছবি দিয়ে লিখলেন, ‘কলকাতা আমার জান।’

খোঁপায় ফুল। পরনে সাদা ঢাকাই জামদানি, হাতাকাটা ব্লাউজ, কানে বড় দুল- নিজের এমন সাজের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন এ অভিনেত্রী।

আরও পড়ুন -  Padma Bridge: দেখে যান পদ্মা সেতু হয়েছে কি না, খালেদা জিয়ার উদ্দেশ্যে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা

 সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, এদিন মাইক হাতে নিয়েই কলকাতাকে অভিবাদন জানিয়েছেন আলিয়া। সেই সঙ্গে জানালেন কীভাবে এই চরিত্রের জন্য নিজেকে তৈরি করেছেন।
আলিয়া জানান, গাঙ্গুবাঈ তার খুব প্রিয় চরিত্র, তাই রকস্টার বলে ডাকেন। দুই বছর ধরে গাঙ্গুবাঈকেই নিজের দুনিয়া বানিয়ে নিয়েছিলেন আলিয়া। সেই রেশ এখনো কাটেনি। তাই বাড়ি কিংবা ঘনিষ্ঠ পরিজনদের সঙ্গে কথা বলতে গেলেই গাঙ্গুবাঈয়ের সুরে কথা বলে ওঠেন। প্রচারের পাশাপাশি এদিন সিনেমার নতুন গান ‘মেরি জান’ প্রকাশ্যে নিয়ে এলেন আলিয়া।

আরও পড়ুন -  Railway Group D Recruitment: ৩৩ হাজার শূন্যপদে সুযোগ, জেনে নিন বিস্তারিত

 গাঙ্গুবাই স্টাইলে হাত জোড় করে প্রণামও করলেন। বাংলায় বলেন, ‘আমার ভালোবাসা আপনাদের সকলকে। ভালো থেকো কলকাতা।’ অনুষ্ঠানে সমাগতদের ২৫ ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে গিয়ে ছবি দেখার জন্য অনুরোধ করলেন।

আরও পড়ুন -  IPL 2023: ২টি ওভার বাউন্ডারি অভিষেক ম্যাচেই চন্দননগরের ছেলে, রক্তচাপ বাড়ালেন অন্যদলের

অনেকের মতে, আলিয়া তার ক্যারিয়ারের সেরা কাজটি করেছেন এই ছবিতে। আর তার জন্য বড় পারিশ্রমিক হাঁকিয়েছিলেন তিনি। জানা গেছে, আলিয়া ‘গাঙ্গুবাঈ’-এর মতো চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয়ের জন্য ২০ কোটি টাকা নিয়েছেন।