Language Martyr: ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা ক্রিকেটারদের

Published By: Khabar India Online | Published On:

মায়ের ভাষার জন্য প্রাণ বিসর্জনের দিন আজ। ২১ ফেব্রুয়ারি। বাংলাকে রাষ্ট্রভাষা করতে তাজা রক্তে রঞ্জিত হয়েছিল ঢাকার রাজপথ। এই দিনটি বাঙালি জাতির জন্য শোকাবহ আর গৌরবোজ্জ্বলের।

এই দিবস উপলক্ষে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ দলের ক্রিকেটাররাও। তামিম ইকবাল, মুশফিকুর রহীম, মাহমুদউল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, তাসকিন আহমেদ, সৌম্য সরকার, লিটন দাস থেকে শুরু করে অনেক ক্রিকেটারই।

সাকিব আল হাসান তার ফেসবুক পেজে লিখেছেন, ‘মায়ের ভাষার জন্য অকাতরে প্রাণ বিলিয়ে দেয়া সকল সেরা সন্তানদের প্রতি থাকলো বিনম্র শ্রদ্ধা।’

আরও পড়ুন -  Sharmila Tagore: পুরনো স্মৃতিতে ফিরলেন শর্মিলা ঠাকুর, ‘ইন্ডিয়ান আইডল’-এর মঞ্চে

ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল লিখেছেন, ‘মহান ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা।’

টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ লিখেছেন, ‘অমর একুশে ফেব্রুয়ারি, বাংলাভাষার জন্য যারা নিজের জীবন বিলিয়ে দিয়েছিলেন, তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা।’

টেস্ট অধিনায়ক মুমিনুল হক লিখেছেন, ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা।’ সাবেক অধিনায়ক, সিনিয়র ক্রিকেটার মুশফিকুর রহিম লিখেছেন, ‘১৯৫২ সালের ভাষা শহীদদের জানাই অসীম শ্রদ্ধা। সবাইকে মাতৃভাষা দিবসের শুভেচ্ছা।’

আরও পড়ুন -  David Balogun: স্কুলের পড়াশোনা সম্পন্ন, মাত্র ৯ বছর বয়সেই!

পেসার তাসকিন আহমেদ লিখেছেন, ‘২১ মানে অহংকার, ২১ মানে স্বাধীনতা, ২১ মানে প্রেরণা, ২১ মানে শক্তি, আজকের এই দিনে আমাদের প্রিয় মাতৃভাষা জন্য যারা জীবন দিয়েছে তাদেরকে জানাই বিনম্র শ্রদ্ধা।’

সৌম্য সরকার লিখেছেন, ‘মৃত্যুঞ্জয়ী সকল ভাষা শহীদদের প্রতি অতল, অবনত, বিনম্র শ্রদ্ধা জানাই। একুশের চেতনায় উজ্জবিত হোক সকল বাঙ্গালির প্রাণ।’ লিটন দাস লিখেছেন, ‘২১ শে ফেব্রুয়ারী যারা বাংলা ভাষার জন্য জীবন দিয়েছিলেন সেই সকল ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা।’

আরও পড়ুন -  Nusrat Jahan: পোশাক বদলাচ্ছেন নুসরাত জাহান, মুহূর্তে ভিডিও ভাইরাল

বাংলা ভাষায় গান গেয়ে সবাইকে অবাক করে দিয়ে শহীদদের শ্রদ্ধা জানিয়েছেন বিপিএলে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে মাঠ মাতানো ইংলিশ ক্রিকেটার বেনি হাওয়েল। চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজির ফেসবুক পেজের মাধ্যমে তিনি ভাষা শহীদদের শ্রদ্ধা জানিয়েছেন আব্দুল গাফফার চৌধুরীর লেখা ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গানটি গেয়ে। তিনি নিজের মাতৃভাষার প্রতিও শ্রদ্ধা জ্ঞাপন করেন।