Sunny Leone: নায়িকাকে কিভাবে পোশাক পরানো হয়, সানি লিওনি ভিডিও শেয়ার করলেন

Published By: Khabar India Online | Published On:

  আগে অ্যাডাল্ট ফিল্ম ইন্ডাস্ট্রির একজন নায়িকা হলেও পরবর্তীতে নিজের অভিনয় দক্ষতায় বলিউডে নিজের নাম করেছেন অভিনেত্রী সানি লিওনি। বর্তমানে তিনি বলিউড থেকে কিছুটা দূরে রয়েছেন। বেশ কিছুদিন ধরেই তাকে বড় সিনেমায় দেখা না গেলেও, তিনি যে একেবারেই বলিউড থেকে হারিয়ে গিয়েছেন সেটা নয়। তাকে আমরা বর্তমানে দেখতে পাচ্ছি ফটোশুট, ভিডিও এবং মডেলিংয়ের একাধিক কাজে। তেমন কোন সিনেমা হাতে না থাকলেও, শোনা যাচ্ছে নাকি খুব শীঘ্রই তার একটি নতুন সিনেমা রিলিজ হবে, এবং অন্য একটি সিনেমার কাজ শুরু হবে।

 সানি লিওনি শুধু যে অভিনেত্রী হিসেবে জনপ্রিয় তা কিন্তু নয়, বরং তাকে আমরা সোশ্যাল মিডিয়াতেও বেশ সক্রিয় দেখে থাকি। মাঝেমধ্যেই নানান ধরনের মজার ভিডিও এবং রিল ভিডিও শেয়ার করতে দেখা যায় অভিনেত্রী সানি লিওনিকে। নিজের জীবনের নানান মজার ঘটনা সকলের সঙ্গে শেয়ার করে নিতে তিনি পছন্দ করে থাকেন। তার ফলোয়ারের সংখ্যাও কিন্তু বেশ ভালোই। ইনস্টাগ্রামে সানি লিওনি অত্যন্ত জনপ্রিয় একজন মুখ। পাশাপাশি তাকে আমরা দেখতে পাই মাঝেমধ্যেই নিজের ভক্তদের জন্য নারায়ণ এক্সক্লুসিভ ভিডিও তাকে নিয়ে আসতে।

আরও পড়ুন -  Hilsa Fish: শুল্ক ছাড় দেওয়ার ঘোষণা হয়েছে, তাহলে ইলিশের দাম বাড়ার কারণ!

দিন কয়েক আগে তিনি বেশি রক্তাক্ত একটি ভিডিও শেয়ার করেছিলেন যা দেখে তার ভক্তরা রীতিমতো চিন্তায় পড়ে গিয়েছিলেন। যদিও পরবর্তীতে তিনি নিজেই খোলসা করে দিয়েছেন, এই ভিডিও একটি শুটিংয়ের সময়কার ভিডিও এবং এখানে কোন রক্তপাতের ঘটনা ঘটেনি। আর এবারে সানি একেবারে মেকআপ রুমের ভিতরকার একটি ভিডিও সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে রীতিমতো সাড়া ফেলে দিলেন। ফটোশুটের আগে মেকআপ রুমে কিভাবে রীতিমতো যুদ্ধ চলে, কিভাবে একজন মডেলকে বা নায়িকাকে সাজানো হয়, সেসব নিয়েই ছিল এই ভিডিও। সিনেমা হোক কিংবা মডেলিং, সমস্ত রকমের শুটিংয়ের সময় মেম্বারদের যেন কালঘাম ছুটে যায়। মেকআপ আর্টিস্ট থেকে শুরু করে পোশাক ডিজাইনার সবাই রীতিমতো পরিশ্রম করেন।

 

View this post on Instagram

 

A post shared by Sunny Leone (@sunnyleone)

এই ভিডিওতে আমরা দেখতে পাচ্ছি সানি লিওনিকে একটি ভারতীয় পোশাক পরাতে গিয়ে রীতিমতো সমস্যার মুখোমুখি হতে হয়েছে সমস্ত মেম্বারদের। একটি সিলভার রঙের ঘাগড়া এবং চোলি পড়ে দাঁড়িয়ে রয়েছেন অভিনেত্রী সানি লিওনি। এই সমস্ত পোশাক নায়িকা শরীরে পরিয়ে তারপরে সেলাইয়ের কাজ চলছে। নায়িকার বডির সাইজ এর সঙ্গে পারফেক্ট করে নানা জায়গায় সেলাই করে চলেছেন ডিজাইনাররা। আর তাতেই হঠাৎ করে বিরক্ত হয়ে পড়লেন অভিনেত্রী সানি লিওনি। তার এই ভিডিওতে তিনি বলছেন, “এই টাকটাকি আর পিন করা কবে যে শেষ হবে কে জানে! ঘন্টা ধরে এভাবে পোশাক পরতে হবে এটা ভাবি নি।” যদিও দেখা যাচ্ছে ডিজাইনাররা আপ্রাণ চেষ্টা করে পোশাক থেকে সানি লিওনের জন্য সঠিক করে তোলার চেষ্টা করছেন। ভিডিওটি ইনস্টাগ্রামে ভাইরাল হতে বহু মানুষ নায়িকা প্রশংসা করেছেন।

আরও পড়ুন -  ভারতীয় অ্যাথলিট হিসেবে সোনা জয় নীরজ চোপড়ার, সোনা জিতলেন জ্যাভেলিনে