১ + ১= ২ কিন্তু পাশাপাশি বসালে যেমন ১১ হয় !

Published By: Khabar India Online | Published On:

সজল দাশগুপ্ত, শিলিগুড়িঃ     ১ + ১= ২ কিন্তু পাশাপাশি বসালে যেমন ১১ হয়। ঠিক এখানেও পাশাপাশি দুটো ওয়ার্ডে স্বামী-স্ত্রী প্রার্থী। সংসার সামলে একযোগে তারা প্রচারে। তারা মনে করছেন ১ আর ১ = ২ না পাশাপাশি ১১ হয়। এখানে তারা স্বামী-স্ত্রী মনে করছেন এবারের ভোটে তারা 11 গুণ শক্তিশালী হয়ে লড়বেন এবং জয়ী হবেন জলপাইগুড়ি পুরসভা ভোটে।

আরও পড়ুন -  ইউপিএসসি সিভিল সার্ভিসেস (প্রিলিমিনারি) পরীক্ষা ২০২০ এবং ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস(প্রিলিমিনারি) ২০২০-এর পরীক্ষার্থীদের পছন্দ অনুযায়ী পরীক্ষা কেন্দ্রের ব্যাপারে ইউপিএসসি-র বিজ্ঞপ্তি

স্বামী স্ত্রী দুজনেই এবার জলপাইগুড়ি পুরসভা নির্বাচনে একসাথে লড়ছেন। স্বামী পুরসভার 6 নং ওয়ার্ড থেকে বিজেপির হয়ে লড়ছে আর স্ত্রী 12 নং ওয়ার্ডের প্রার্থী। স্ত্রী জয়া সরকার পেশায় স্কুলশিক্ষিকা হলেও ঘরের কাজ গুছিয়ে কোমর বেঁধে প্রচারে নেমে পড়েছেন স্বামীকে নিয়ে। স্বামী শ্যাম প্রসাদ ৬ নং ওয়ার্ডে চসে বেড়াচ্ছেন। নিজের ওয়ার্ডে ওয়াল লিখন ফেস্টুন ব্যানার লাগানোর কাজে ব্যস্ত । তারি মাঝে হালকা প্রচারে সেরে নিচ্ছেন। তিনি আশাবাদী এবারের জয় নিশ্চিত। তিনি এটাও মানুষকে বোঝাচ্ছেন এবারে পৌর নির্বাচনে তৃণমূল একক সংখ্যাগরিষ্ঠ বোর্ড গঠন করতে পারবে না কখনোই যদি বোর্ড গঠন করতে হয় তো বিজেপি বোর্ড গঠন করবে। আর তাই এই ওয়ার্ডের নাগরিকদের উন্নত পরিষেবা দিতে বদ্ধপরিকর বলে তিনি জানান। তবে ১২ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী মনিন্দ্র নাথ বর্মন পেশায় স্কুল শিক্ষক জানান বিজেপি প্রার্থী স্বামী-স্ত্রী আমার ভাই ভাইয়ের বউ। আমি আশীর্বাদ করি ওদের দাম্পত্য জীবন সুখী হোক। তবে ভোটে জেতার ব্যাপারে মনিন্দ্রবাবু 100% আশাবাদী।

আরও পড়ুন -  জলপাইগুড়ি কেন্দ্রীয় সংশোধনাগার পরিদর্শন