পুষ্পা শাড়ি বাজারে আসছে, সিনেমা পর

Published By: Khabar India Online | Published On:

 দক্ষিণী আলোচিত সিনেমা ‘পুষ্পা:দ্য রাইজ’। বর্তমানে উপমহাদেশের সবচেয়ে আলোচিত সিনেমাগুলোর একটি। সফলতার দিক দিয়ে নতুন নতুন রেকর্ড গড়তে জুড়ি নেই পুষ্পার। ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক, টুইটারে সিনেমার সংলাপ, গান নিয়ে চলছে দারুণ উন্মাদনা। এবার তৈরি হলো এ সিনেমার নামে শাড়ি।

 সুরাটের ব্যবসায়ী চরণজিৎ পাল সিং তৈরি করলেন পুষ্পা শাড়ি। চরণজিৎ জানান, তিনি নিজে অভিনয়ের সঙ্গে যুক্ত। পুষ্পার জনপ্রিয়তা দেখেই এই শাড়ি বানানোর উদ্যোগ নিয়েছেন তিনি।

আরও পড়ুন -  অক্টোবর মাসে ভারতে পাইকারি মূল্য সূচক

তিনি বলেন, ‘বাহুবলি সিনেমার সময়ও আমি বাহুবলি শাড়ি বানিয়েছিলাম। এবার পুষ্পা শাড়ি বানিয়েছি। মানুষের উৎসাহ রয়েছে এই শাড়ি নিয়ে। পরীক্ষামূলকভাবে প্রথমে প্রায় তিন হাজার শাড়ি বানিয়েছি। বিভিন্ন জায়গা থেকে অর্ডার আসছে।’

আরও পড়ুন -  মাত্র ৫০০ টাকা বিনিয়োগে পেতে পারেন লক্ষাধিক টাকা! পোস্ট অফিসের লাভজনক স্কিম সম্পর্কে জানুন

কীভাবে এ শাড়ি বানানোর ভাবনা এলো জানতে চাইলে চরণজিৎ বলেন, ‘শুধু ব্যবসার কথা ভেবে নয় বরং অভিনয়ে মুগ্ধ হয়েই পুষ্পা সিনেমার সঙ্গে জড়িতদের উৎসর্গ করেই এই শাড়ি বানিয়েছি।’

গোটা সিনেমার বিভিন্ন দৃশ্য শাড়িতে প্রিন্ট করে ফুটিয়ে তোলার ঘটনা অবশ্যই নতুন। ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে পুষ্পা শাড়ি।

আরও পড়ুন -  অনুরোধ জানালেন আমির খান

মূল্যবান লাল চন্দন কাঠের অবৈধ বাণিজ্য ঘিরে তৈরি হয়েছে ‘পুষ্পা’ সিনেমার গল্প। তামিল, তেলুগু, মালয়ালম, কন্নড় ও হিন্দি ভাষায় মুক্তি পেয়েছে এটি। আল্লু অর্জুন ও রাশমিকা মান্দানা ছাড়া এতে অভিনয় করেছেন ফাহাদ ফাসিল প্রমুখ।