Valentine’s Day: প্রসেনজিৎ-ঋতুপর্ণার বিয়ের কার্ড প্রকাশ! ভালোবাসা দিবসে

Published By: Khabar India Online | Published On:

ভালোবাসা দিবসে চমকে দিলেন বাংলার অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। সকালে বিয়ের কার্ড প্রকাশ করে সবাইকে নিমন্ত্রণ জানিয়েছেন টলিউডের বুম্বাদা।

নিজের শেয়ার করা ভিডিও টুইটে লেখা রয়েছে, ‘বিগত তিন দশকের বেশি সময় ধরে একসঙ্গে স্ক্রিন শেয়ার করার পর এবার আমরা নতুনভাবে আপনাদের সামনে আসতে চলেছি। ’

আরও পড়ুন -  ভালোবাসা দিনে একটু ছোঁয়া...

 গুরুজনদের আশীর্বাদও চেয়েছেন তিনি। এই টিজার ভিডিওতে দেখা গিয়েছে, বিয়ের পাকা দেখা থেকে সব দায়িত্ব সামলাচ্ছেন সম্রাট শর্মা ও তার হাট্টিমাটিম টিম। বিয়ের ঘটকালির দায়িত্বে অভিনেতার বোন অভিনেত্রী পল্লবী চট্টোপাধ্যায়।

আরও পড়ুন -  Valentine's Day: বিশ্ব ভালোবাসা দিবস, ফাল্গুনের আগমন

বিষয়টি বাস্তবে যে না তা এতেই বোঝা যাচ্ছে। এই বিয়ের টিজার ভিডিওর মধ্য দিয়ে নতুন সিনেমার খবরই জানালেন প্রসেনজিৎ।

প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও ঋতুপর্ণা সেনগুপ্তকে বড় পর্দায় একসঙ্গে শেষবার দেখা গিয়েছিল শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়ের সিনেমা ‘প্রাক্তন’-এ। বক্স অফিসে ঝড় তুলেছিল সিনেমাটি। দীর্ঘদিন পর ফের জুটি বেঁধে সিনেমায় হাজির হতে চলেছেন।

আরও পড়ুন -  লাল গোলাপ