তৃণমূল কংগ্রেস প্রার্থীদের সাথে পথে নামলেন কামারহাটির বিধায়ক মদন মিত্র, বললেন এবার নির্বাচনে চরাম চরাম আর নকুলদানা সব ছাপিয়ে যাবে

Published By: Khabar India Online | Published On:

নিজস্ব সংবাদদাতা, উঃ ২৪পরগণাঃ     রবিবাসরীয় প্রচারে তৃণমূল কংগ্রেস প্রার্থীদের সাথে পথে নামলেন কামারহাটির বিধায়ক মদন মিত্র বললেন এবার নির্বাচনে চরাম চরাম আর নকুলদানা সব ছাপিয়ে যাবে।

এবারের নির্বাচনে চরাম চরাম আর নকুলদানা সব ছাপিয়ে যাবে। আর আমি বেশি কিছু বলব না আমার ডাক্তার আমাকে মখু টা সেলাই করে রাখতে বলেছে, বোবা র শত্রু নেই।” প্রচারে বেরিয়ে ফের বিস্ফোরক বক্তব্য করে বিতর্ক উস্কে দিলেন কামার হাটি বিধায়ক মদন মিত্র।

আরও পড়ুন -  G20: ইউক্রেন জি২০ থেকে, রাশিয়ার বহিষ্কার চায়

রবিবাসরীয় প্রচারে কামারহাটি পৌরসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী অরিন্দম ভৌমিকের সমর্থনে পথে নামলেন বিধানসভার বিধায়ক মদন মিত্র, প্রার্থীদের প্রচারে তৃণমূল কংগ্রেস কর্মীদের উপস্থিতি ও উৎসাহ ছিল চোখে পড়ার মতো পাশাপাশি অর্জুন সিং এর গড়ে ভাঙ্গন প্রসঙ্গে মদন মিত্র মন্তব্য করেন বোবার শত্রু নেই,ডাক্তার বলেছে আমাকে ঠোট সেলাই করে রাখতে, তিনি আরো বলেন বিজেপি দলে ভাঙন ও তৃণমূলে যোগ দান আরো আগে হওয়া উচিত ছিল,অর্জুন সিং, শুভেন্দু অধিকারী আমার ছোট ভাই, আমরা একসাথে পার্টি করেছি, তাদের সম্বন্ধে আর বেশি কিছু বলবো না, এবারের পৌরসভা নির্বাচন যা হবে চরাম চরাম আর নকুলদানা সব ছাপিয়ে চলে যাবে

আরও পড়ুন -  Pregnancy: গর্ভাবস্থায় যে খাবার খাবেন, সুস্থ ও সবল সন্তান পেতে