বিয়ে হয়ে গেছে, স্বীকারোক্তি আলিয়ার!

Published By: Khabar India Online | Published On:

প্রায় পাঁচ বছর ধরে একে অপরে ডেট করছেন তারা। তাদের বিয়ে নিয়েও জলঘোলা হয় বিস্তর। বলিউডের সবচেয়ে আলোচিত ও হিট তারকা যুগলদের মধ্যে রণবীর কাপুর ও আলিয়া ভাট। এদিন বিয়ে প্রসঙ্গে মুখ খুললেন গাঙ্গুবাঈ কাথিওয়াড়ি-র নায়িকা। অভিনেত্রী জানিয়ে দিয়েছেন যে তিনি রণবীর কাপুরকে বিয়ে করে ফেলেছেন।

আরও পড়ুন -  কেন্দ্রীয় সরকার রাজ্যগুলিকে তিন কোটির বেশী এন-৯৫ মাস্ক বন্টনের লক্ষ্যমাত্রায় পৌঁছেছে

সম্প্রতি সংবাদ মাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে আলিয়া বললেন, রণবীরের সঙ্গে অনেকদিন আগেই মানসিকভাবে বিয়ে সেরে নিয়েছি। তিনি বলেন, রণবীর ঠিক কথা বলেছে। আমি ওর সঙ্গে অনেকদিন আগেই মানসিকভাবে বিয়ে সেরে নিয়েছি। সবকিছু কোনও না কোনও কারণে ঘটে। আমরা যখনই বিয়ে করিনা কেন, সেটা খুব সুন্দরভাবেই ঘটবে।

আরও পড়ুন -  Sovan-Baishakhi: শোভন পুত্র ঋষি, বাবার কাণ্ড দেখে অবাক

প্রসঙ্গত, ২০২০-তে রাজীব মসান্দকে দেয়া সাক্ষাৎকারে রণবীর জানিয়েছিলেন, মহামারি আমাদের জীবনকে ধাক্কা না দিলে আমাদের বিয়েটা হয়ে যেত। পাঁচ বছর আগে ‘ব্রহ্মাস্ত্র’র সেটে পরিচয় হয় আলিয়া এবং রণবীরের। বছর খানেক লোকচক্ষুর আড়ালে থেকে প্রেম করেছেন এই জুটি। ২০১৮ সালে সোনম কাপুরের রিসেপশন পার্টিতে একসঙ্গে হাজির হয়ে সব আলোচনায় জল ঢালেন তারা। সূত্র: জি নিউজ

আরও পড়ুন -  "সহজেই তৈরি ট্যাংরা মাছের মজাদার রেসিপি!"