স্কুল শিক্ষককে ভয় দেখিয়ে টাকা হাতাচ্ছে সাইবার ক্রাইম চক্র, এবার দাবি পাঁচ লাখ টাকা !

Published By: Khabar India Online | Published On:

নিজস্ব সংবাদদাতাঃ  আগে হোয়াটসএপে একটি মেসেজ আছে। সেই মেসেজ লিংক খুলতেই বিপত্তি। ভাটপাড়া থানার কুতুবপুরের বাসিন্দা স্কুল শিক্ষক তিলক রাজ ঘোষের কাছে মেসেজ এবং ফোন করে বলা হয়, আপনি লোন নিয়েছেন। দুই ঘণ্টার মধ্যে লোনের টাকা পরিশোধ করতে হবে। ওই শিক্ষককে রীতিমতো ভয় দেখিয়ে ধাপে ধাপে প্রায় ৬০ হাজার টাকা হাতিয়ে নেয় প্রতারণা চক্র।

আরও পড়ুন -  বাড়ল লকডাউন তামিলনাড়ুতে

এরপর তিনি টাকা দেওয়া বন্ধ করে দেন। তখনই ফোনের কন্ট্যাক্ট লিস্ট দেখে স্কুলের অন্যান্য শিক্ষক ও আত্মীয়-স্বজনদের ফোন করে বলা হচ্ছে, লোন নিয়েছেন। কিন্তু টাকা পরিশোধ করছেন না। এরপর বাধ্য হয়েই তিনি বৃহস্পতিবার ভাটপাড়া থানায় অভিযোগ দায়ের করেছেন। আতঙ্কিত শিক্ষক তিলক রাজ ঘোষ বলেন, পুরো ব্ল্যাকমেইল করে তার কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়া হয়েছে। বুধবার ফোন করে পাঁচ লাখ টাকা দাবি করেছে। সাইবার প্রতারণা চক্রের উৎপাতে আতঙ্কিত শিক্ষক পরিবার।

আরও পড়ুন -  নতুন পোশাক পরে দেখা দিলেন মিঠাই ওরফে সৌমিতৃষা কুন্ডু (Soumitrisha Kundu)