ক্রিশ্চিয়ানো রোনালদোর ম্যানচেস্টার ইউনাইটেডে ফিরে আসা দলের অগ্রগতিতে বাধা সৃষ্টি করেছে কিনা, তা নিয়ে অনেক বিতর্ক হয়েছে।
এর মধ্যে লিভারপুলের প্রাক্তন মিডফিল্ডার ডিয়েটমার হ্যামান বললেন, তার বিশ্বাস-ইউনাইটেডের কিছু খেলোয়াড় সতীর্থ রোনালদোকে ভয় পান।
ক্লাবের সঙ্গে প্রথম মেয়াদে রোনালদো যে সাফল্য অর্জন করেছিলেন, তাতে ক্লাবটির সর্বকালের সেরা খেরোয়াড় আখ্যা দিতে আপত্তি নেই কারো। তবে দ্বিতীয় মেয়াদে পর্তুগিজ যুবরাজ দলের জন্য কতটা অবদান রাখতে পারছেন, সেই প্রশ্ন উঠছে জোরেসোরেই।
ম্যানচেস্টার ইউনাইটেডের সময়টা একদমই ভালো কাটছে না। এফএ কাপে মিডলবোরোর বিপক্ষে ড্রয়ের পর লিগে তলানির দল ব্রেন্টফোর্ডের কাছ থেকেও পূর্ণ পয়েন্ট নিতে পারেনি রেড ডেভিলসরা।
সবচেয়ে বেশি সমালোচনা হয়েছে চলতি মৌসুমে ঘরের মাঠ ওল্ড ট্রাফোর্ডেই লিভারপুলের কাছে ৫-০ এবং ম্যানচেস্টার সিটির কাছে ২-০ গোলে হারের পর।
দলটি রোনালদোকে নিয়ে ঠিকভাবে চলতে পারছে কিনা, সেই প্রশ্ন উঠেছে। এবার প্রশ্ন তুললেন হামানও। লিভারপুলের প্রাক্তন মিডফিল্ডার `মেট্রো`কে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘রোনালদোকে নিয়ে প্রশ্নবোধক চিহ্ন রয়েছে যে, লোকে আসলে তাকে ভয় পায় কি না।’
ইউনাইটেড তার স্বকীয়তা হারিয়েছে, এমন দাবি করে হামান বলেন, ‘আমি মনে করি না যে এই ইউনাইটেড টিমের কোনো একতা আছে, যে ব্যাপারটা একজন খেলোয়াড়ের আসাকে কঠিন করে তোলে।’
তিনি যোগ করেন, ‘কাউকে তো নিশ্চিত করতে হবে যে, এই খেলোয়াড়রা একই লক্ষ্যে ছুটছে। কিন্তু এখন দলটির মধ্যে এমন কিছু দেখা যাচ্ছে না।’