মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিনে, ব্যারাকপুর প্রসাশনিক ভবনে দেখা গেলো এক রাজনৈতিক সৌজন্যতা বোধ

Published By: Khabar India Online | Published On:

নিজস্ব সংবাদদাতা, উঃ ২৪পরগণাঃ   রাজনৈতিক ভাবে পশ্চিমবঙ্গে তৃণমূল-বিজেপি একে অপরের বিপরীত দিকে দৌড়াচ্ছে তারা বিরোধী হিসেবে এছাড়া রাজনৈতিকভাবে তৃণমূল-বিজেপি একে অপরের দিকে কর্মীদের মারধর এমনকি মৃত্যুর হলে তাদের দিকে একে অপরের দোষারোপ করছে।

আরও পড়ুন -  Sourav Ganguly: আতঙ্ক ছড়ালো সোশ্যাল মিডিয়ায়, মহারাজের বিবৃতিতে, অধিনায়কত্ব থেকে কোহলিকে সরিয়ে বিতর্কে গাঙ্গুলী

তবে আজ ব্যারাকপুর প্রসাশনিক ভবনে পৌরসভা নির্বাচনে নমিনেশন জমা দিতে এসে রাজনৈতিক সম্পর্কে সৌজন্যতা দেখা গেলো তৃণমূল ও বিজেপির মধ্যে।

ব্যারাকপুর এর বিদায়ী চেয়ারম্যান উত্তম দাস বিজেপি ক্যান্ডিডেট মিলন আঁশ সঞ্জয় যাদব এর সাথে বেশ খোশ মেজাজে কথা বলতে পরস্পরকে আলিঙ্গন নমস্কার এবং হাসিমুখে একে অপরের সাথে কথা বলতে দেখা গেল।

আরও পড়ুন -  Mimi Chakraborty: রূপের জেল্লা দেখালেন মিমি, ক্রপ টপ এবং শর্ট স্কার্টে

হয়ত রাজনীতিগত ভাবে এটাই সকলের কাছে কাম্য এই সমন্ধে উত্তম দাস বলেন বিরোধী না থাকলে তো ভোট হত না।