২০৩২ সালের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ আয়োজন করতে চায় ইতালি। এ ব্যপারে ইউরোপিয়ান ফুটবলের সর্বোচ্চ সংস্থা উয়েফার কাছে নিজেদের আগ্রহের কথা জানিয়ে দিয়েছে তারা। ইতালিয়ান ফুটবল ফেডারেশন (এফআইজিসি) বিষয়টি জানিয়ে দিয়েছে।
ফুটবল ইতালিয়ানের খবরে জানা গেছে, ডিসেম্বরে উয়েফার পক্ষ থেকে জানানো হয়েছিল ২০২৮ অথবা ২০৩২ ইউরোশিয়ান চ্যাম্পিয়নশিপ আয়োজনে আগ্রহী দেশগুলোকে অবশ্যই মার্চের মধ্যে বিডে অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করতে হবে। এপ্রিলে ঘোষণা করা হবে কারা হবে আয়োজকদের নাম। ২০২৩ সালের সেপ্টেম্বরে আয়োজক দেশকে সব দায়িত্ব বুঝিয়ে দেওয়া হবে।
এক বিবৃতিতে এফআইজিসি জানিয়েছে, ‘ইতালিয়ান ফুটবল ফেডারেশন উয়েফার কাছে ২০৩২ ইউরো আয়োজনের আগ্রহের বিষয়টি জানিয়ে দিয়েছে।’
অবশ্য ইতালির ইউরো ২০২৮ অথবা ২০৩০ বিশ্বকাপ আয়োজনের আগ্রহী ছিল। এ নিয়ে একটা পরিকল্পনা হাতে নিয়েছিল তারা। কিন্তু দেশটির স্টেডিয়ামগুলোসহ অন্যান্য অবকাঠামোগুলো সংস্কারের জন্য ২০৩২ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ তাদেরকে বেশি সময় দিতে পারবে। তাই তারা আগ্রহী হয়ে উঠে। ১৯৯০ সালে সর্বশেষ ইতালি এককভাবে বিশ্বকাপ আয়োজন করেছিল। এর পর ইতালির কিছু স্টেডিয়াম এখনো সংস্কার হয়নি।
২০২০ ইউরোর ফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে শিরোপা জিতেছিল ইতালি। এই আসরটি ইউরোপের বেশ কিছু শহরে একসঙ্গে অনুষ্ঠিত হয়।