Looting: ব্যবসায়ীর গোডাউনে ঢুকে প্রায় কোটি টাকা লুঠ ব্যাঁটরায় !

Published By: Khabar India Online | Published On:

নিজস্ব সংবাদদাতা, হাওড়াঃ   প্রকাশ্য দিবালোকে জনবহুল এলাকায় আগ্নেয়াস্ত্র দেখিয়ে ব্যবসায়ীর গোডাউনে ঢুকে প্রায় এক কোটি টাকা লুঠ করে পালালো দুষ্কৃতিরা।

হাওড়ার ব্যাঁটরা এলাকার ঘটনা। তিন দুষ্কৃতি এসেছিল বলে জানা গেছে। পুলিশ ঘটনার তদন্তে নেমেছে।

আরও পড়ুন -  TRP: ‘ধুলোকণা’-র বাজিমাত, প্রথম কে? টিআরপি তালিকা দেখুন

সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে দেখছে পুলিশ। হাওড়া ব্যাঁটরা থানা এলাকায় একটি গোডাউনে ঢুকে ব্যবসায়ীর এক কোটি টাকা লুঠ করে পালালো দুষ্কৃতীরা। মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটেছে। ওই ব্যবসায়ী জানান, ব্যবসার কাজেই ওই টাকা রাখা ছিল। এদিন দুষ্কৃতীরা আচমকাই তার অফিসে ঢুকে আগ্নেয়াস্ত্র ধরে টাকার ব্যাগ লুট করে বলে জানা গেছে। এরপর তারা আগ্নেয়াস্ত্র উঁচিয়ে প্রকাশ্য রাস্তা দিয়ে দৌড়ে বেরিয়ে যায়। তবে যারা এসেছিল তাদের তিনি চেনেন না বলেই ওই ব্যবসায়ী দাবি করেছেন। ঘটনার খবর পেয়ে ব্যাঁটরা থানার পুলিশ ঘটনাস্থলে আসে। সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে দেখা হচ্ছে। পুলিশ, জানিয়েছে জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে।

আরও পড়ুন -  Neha Amandeep: চোখে জল আসবে, অভিনেত্রী নেহার কাহিনী, ঘরবন্দি থাকতেন মানসিক অবসাদে