১২ ফেব্রুয়ারি চার পুরনিগমে ভোট, নয়া বিজ্ঞপ্তি জারি করল নির্বাচন কমিশন। প্রসঙ্গত, শুক্রবার চার পুরনিগমের ভোট চার থেকে ছ’সপ্তাহ পিছনো যায় কিনা সেই নিয়ে রাজ্য নির্বাচন কমিশনকে ৪৮ ঘণ্টার মধ্যে সিদ্ধান্ত নেওয়ার কথা জানায় হাইকোর্ট। এরপর রাজ্যের মতামত চাওয়া হলে নবান্নের তরফে জানানো হয়, কোভিড মোকাবিলায় তারা তৈরি, তবে ভোট পিছলে আপত্তি নেই। এরপরই কমিশনের তরফে জানিয়ে দেওয়া হল ১২ ফেব্রুয়ারি ভোট হবে।
এই নিয়ে তৃণমূল সাংসদ সৌগত রায় বলেন, ‘ভালই হয়েছে, ভোট পিছিয়েছে। আজ রাজ্যের তরফেও জানানো হয়েছিল।’ অন্যদিকে, বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন, ‘নির্বাচন কমিশন একা কোনও সিদ্ধান্ত নিতে পারে না। এক্ষেত্রেও শাসকদলের পরামর্শ নিয়েই ঘোষণা করল। যদিও চার থেকে ছ’সপ্তাহ ভোট পিছনোর কথা বলা হয়েছিল। কিন্তু মন্দের ভাল, তিন সপ্তাহ ভোট পিছিয়ে গেল। তবে তখন করোনা পরিস্থিতি কী থাকবে সেটাও বিবেচনার দরকার।’
বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, ‘গরিবের কথা বাসি হলেও সত্যি। যাই হোক আমরা আগেই বলেছিলাম তখন শুনল না। তিন সপ্তাহ পিছিয়েছে। অন্তত চার সপ্তাহ পিছোলে ভাল হত।’
প্রসঙ্গত, ২২ জানুয়ারি বিধাননগর, শিলিগুড়ি, আসানসোল, এবং চন্দননগর পুরসভার ভোট হওয়ার কথা ছিল। তবে নয়া নির্দেশিকা জারি করে কমিশনের তরফে জানানো হল সেই ভোট হবে ১২ ফেব্রুয়ারি।
এদিকে আদর্শ আচরণবিধি যেহেতু রয়েছে তাই নতুন করে তা আর জারি করা হল না। শুধুমাত্র ভোটের দিনই পরিবর্তন করা হয়েছে। ভোটের ৭২ ঘণ্টা আগে পর্যন্ত প্রচার করা যাবে।