বিকানের দুর্ঘটনায় প্রাণ হারালেন আসানসোলের যুবক !

Published By: Khabar India Online | Published On:

টুঙ্কা সাহা, আসানসোলঃ   বিকানের দুর্ঘটনায় প্রাণ হারালেন আসানসোলের যুবক তথা রেলকর্মী অজিত প্রসাদ। কিন্তু তার কোন খবর এখনো এসে পৌছোয়নি আসানসোলের রাধানগর রোডের বাড়িতে। পরিবারের দাবী ঐ ট্রেনেই ছিলেন অজিত।

আরও পড়ুন -  FIFA World Cup: কোন দল কোন গ্রুপে, ফিফা বিশ্বকাপ ড্র

কাল রাত থেকে তার মোবাইল বন্ধ। দুর্ঘটনার খবর পেয়ে তার দুই আত্মীয় পাড়ি দিয়েছেন ময়নাগুড়ির উদ্দেশ্যে। কিন্তু এখনো তারা পৌঁছাননি। না পৌছানো পর্যন্ত সঠিক কোন খবর তারা পাচ্ছেন না। সকলের চোখেমুখে উদ্বেগের ছাপ।

আরও পড়ুন -  ইডি চার্জশিট পেশ করবে পার্থ ও অর্পিতার নামে