Baby Monkey: সন্তানের মত আগলে রেখেছেন বাঁদর ছানাকে, পশুপ্রেমি এক মহিলা

Published By: Khabar India Online | Published On:

 সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে এমনই এক ভিডিও ব্যাপক ভাইরাল হয়েছে যা অবাক করে দিয়েছে অনেক মানুষকেই।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে এক মহিলা তার কোলের কাছে যত্ন করে আগলে রেখেছে একটি বাঁদরকে। শুনতে অবাক লাগলেও, এটাই সত্যি। ভিডিও দেখে প্রথমে অনেকের মনে প্রশ্ন জেগেছিল যে ওই মহিলা কেন বাঁদর ছানাটিকে নিজের সন্তানের মত করে রেখেছে। পরে জানা গিয়েছে, ওই মহিলার নাম মোনালিসা। সে পশুপ্রেমের জন্য বেশ জনপ্রিয়। তাঁর ভালোবাসা পেয়ে অনেক পশু বড় হয়েছে। তিনি কোনো স্বার্থ ছাড়াই অনেক পশুর লালন-পালনের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন।

আরও পড়ুন -  মরিশাসে নতুন সুপ্রিম কোর্ট ভবন উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণ

ভাইরাল হওয়া ভিডিওতে, ওই ছোট্ট বাঁদরছানাটি মহিলাটির পাশে বসে খেলা করছিল। আসলে ওই উদারমনস্ক মহিলা ঠিক নিজের সন্তানের মতোই ভালোবাসেন বাঁদরটিকে। অন্যদিকে, ছোট্ট বাঁদরটিও ঠিক যেন নিজের মায়ের মতো করেই ওই মহিলাকে আগলে রেখেছে। এমন নিঃস্বার্থ সম্পর্কের মিষ্টি ভিডিও সোশ্যাল মিডিয়াতে আসতেই চোখের পলকে ব্যাপক ভাইরাল হয়ে যায়।

আরও পড়ুন -  Message: ফুটপাত দখল কারিদের বার্তা দিলেন পৌরনিগম

মিষ্টি সম্পর্কের ওই ছোট্ট ভিডিওটি বর্তমানে জনপ্রিয়তার শিখরে পৌঁছে গিয়েছে। ভিডিওটি পোস্ট করার কিছুদিনের মধ্যেই তাতে প্রায় ৩০ হাজার মানুষ লাইক করেছেন এবং অগণিত মানুষ ভিডিওটি দেখেছেন। এছাড়াও নেটিজেনরা কমেন্ট করে ওই মহিলার নিঃস্বার্থ ভালবাসার প্রশংসায় পঞ্চমুখ।

আরও পড়ুন -  এই ওয়েব সিরিজ এতো সাহসী রাতে ঘুম আসবে না, আগে বন্ধ করুন দরজা, তারপর দেখুন