Campaigning: আসানসোলে 106 টি ওয়ার্ডের বিভিন্ন এলাকায় প্রচারে, প্রার্থী অভিজিৎ ঘটক

Published By: Khabar India Online | Published On:

টুঙ্কা সাহা, আসানসোলঃ   আসানসোল ৫০ নাম্বার ওর্য়াড এ প্রার্থী অভিজিৎ ঘটক বাড়ি বাড়ি প্রচারে সারলেন মঙ্গলবার। আসানসোল চেলিডাঙ্গা বিভিন্ন জায়গায় প্রচার করেন তিনি। কোভিড পরিস্থিতি তে সরকারি নির্দেশিকা মেনে প্রচার করতে দেখা গেল।

আরও পড়ুন -  Weather Update: কবে হবে বৃষ্টি বাংলায়? গরমকে জব্দ করতে, ওয়েদারের লেটেস্ট আপডেট দেখুন

একদিকে নিজে প্রার্থী, নিজের এলাকায় প্রচার, তার সাথে সাথে আসানসোলের যে প্রান্ত থেকে প্রার্থীরা প্রচারে ডাকছেন অভিজিৎ বাবুকে সেখানে গিয়ে তাদের হয়েও প্রচার করছেন বলে তিনি জানান। নিজের প্রচারের পাশাপাশি আসানসোলে 106 টি ওয়ার্ডের বিভিন্ন এলাকায় প্রচারে যোগদান করছেন। আগামী দিনে কি তাহলে মেয়র হিসেবে দেখতে পাবে আসানসোলের মানুষ। একথা জানতে চাইলে তিনি বলেন, এটা দলের উচ্চ নেত্বৃত্যের ব্যাপার,তবে দল যে দায়িত্ব দেবে সেটা পালন করবেন তিনি বলে জানান সাংবাদিকদের।

আরও পড়ুন -  আইফোন ব্যবহার নিষিদ্ধ, সরকারি কর্মকর্তাদের