ক‍্যানসার আক্রান্ত রোগীর জন্য সাহায্যর হাত বাড়িয়ে দিল গীতশ্রী সোসাল ওয়েলফেয়ার

Published By: Khabar India Online | Published On:

সজল দাশগুপ্ত, শিলিগুড়িঃ   ক‍্যানসার আক্রান্ত রোগীর জন্য সাহায্যর হাত বাড়িয়ে দিল গীতশ্রী সোসাল ওয়েলফেয়ার। রবীন কুমার ঘোষ নামে একটি কোম্পানির কর্মী বর্তমানে কর্মহীন অবস্থায় রয়েছেন। হঠাৎ ই তার খাদ্য নালিতে ক‍্যানসার ধরা পড়েছে।

আরও পড়ুন -  Priya Prakash: আবার ঝড় তুললেন অভিনেত্রী প্রিয়া প্রকাশ, খোলা ব্লাউজে, নেটদুনিয়ায় তোলপাড়

এই সংবাদ শুনে সমাজ পাড়া গীতশ্রী সোসাল ওয়েলফেয়ার ট্রাস্ট এর সভাপতি চিরঞ্জীব মন্ডল সেই ক‍্যানসার আক্রান্ত রোগীকে কিছু আথিক সাহায্য করলেন। আগামী তেও এই ধরনের সাহায্য করবে বলে চিরঞ্জীব বাবু জানিয়েছেন। অন্যদিকে ক‍্যানসার আক্রান্ত রবীন বাবুও নিজের সুস্থতার জন্য সকলের কাছে কিছু আর্থিক সাহায্য প্রার্থনা করেছেন।

আরও পড়ুন -  বারুইপুর পৌরসভার বেশ কয়েকটি ওয়ার্ডে তৃণমূল প্রার্থীদের হয়ে প্রচারে, সাংসদ তথা অভিনেত্রী মিমি চক্রবর্তী