Horoscope: বাবা লোকনাথের আশীর্বাদে শুভ যোগ রয়েছে এই রাশিগুলির, দেখুন নিজের রাশিফল

Published By: Khabar India Online | Published On:

আজ ৯ই জানুয়ারি (২৩শে পৌষ) রবিবার, রাশিফল দেখুন।  

মেষ (ARIES): আজ আপনার জন্য দিনটি বেশ সুখকর । অন্যের উপকার করলে মন শান্তি পাবে। দেখে শুনে বন্ধু নির্বাচন করুন। মন দিয়ে নিজের কাজ কর্ম করুন।

বৃষ (TAURUS): আজ আপনার দিনটি খুব একটা সুখকর নয়। আর্থিক সমস্যার সম্মুখীন হতে পারেন। বুঝে শুনে টাকা খরচ করুন। দেখে শুনে টাকা ঋণ নিন। বেশি চিন্তা করবেননা।

মিথুন (GEMINI): আজ আপনার দিনটি খুব একটা সুখকর নয়। ব্যবসায়ে নানান রকম জটিলতা দেখা দিতে পারে। ব্যবসায়ে কোনো রকম ক্ষতি হতে পারে। দেখে শুনে কাজ কর্ম করুন।

আরও পড়ুন -  ঘন ভ্রু একটি প্রচলিত এবং পছন্দসই চেহারা, যা আপনার মুখের বৈশিষ্ট্যগুলিকে উন্নত করতে পারে

কর্কট (CANCER): আজ আপনি সৎ কাজে টাকা পয়সা খরচ করতে পারেন। ভালো কাজের জন্য প্রশংসিত হতে পারেন। মন দিয়ে নিজের কাজ করতে থাকুন। দিনটি বেশ ভালোই কাটবে।

সিংহ (LEO): আজ আপনি ভালো কাজের জন্য প্রবীণ মানুষের কাছ থেকে আশীর্বাদ লাভ করবেন। ইতিবাচক ভাবনা চিন্তা নিয়ে সময় কাটান। দিনটি বেশ ভালোই কাটবে।

কন্যা (VIRGO): আজ আপনি দাঁতের সমস্যায় ভুগতে পারেন। ফেলে না রেখে ভালো দাঁতের ডাক্তারের কাছে চিকিৎসা করান। নিজের প্রতি যত্নশীল হন। দিনটি খুব একটা ভালো যাবেনা।
তুলা (LIBRA): আজ আপনি অসৎসঙ্গের পাল্লায় পড়তে পারেন। দেখে শুনে বন্ধু নির্বাচন করুন। খারাপ কাজে আপনার বিপুল ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে।

আরও পড়ুন -  Monalisa: অবাধ্য যৌবন, টাইট মনোকিনিতে পুলের জলে শরীর ভিজিয়ে উষ্ণতা ছড়িয়ে দিলেন মোনালিসা

বৃশ্চিক (SCORPIO): আজ আপনার শিক্ষাক্ষেত্রে বা পড়াশোনার ক্ষেত্রে বেশ বড় বাধা আসতে পারে। ভেঙে পড়বেননা। মন দিয়ে নিজের পড়াশোনা করুন সাফল্য পাবেন।

ধনু (SAGITTARIUS): আজ আপনি হাড়ের সমস্যায় ভুগতে পারেন। ভালো ডাক্তারের কাছে চিকিৎসা করান। ঠিক করে ওষুধ খান। প্রতিদিন নিয়ম করে হাঁটতে বেরোন।

আরও পড়ুন -  IPL 2023: অধিনায়ককে ধুইয়ে দিলেন বীরেন্দ্র শেবাগ, ১৮ কোটি দিয়ে অভিজ্ঞতা কেনা যায় না

মকর (CAPRICORN): আজ আপনি কোনো কাজ করতে গিয়ে বারবার ব্যর্থ হতে পারেন। ভেঙ্গে না পড়ে নতুন করে পুনরায় চেষ্টা করুন। অহেতুক চিন্তা করবেন না কাজটি ঠিক হবে। মাথা ঠান্ডা রেখে কাজ করুন।

কুম্ভ (AQUARIUS): আজ আপনার সন্তান-সন্ততিদের স্নেহ করুন। বাড়ির ছোট সদস্যের প্রতি অনুরাগ বাড়তে পারে। সন্তানদের সাথে সব মিলিয়ে আজকের দিনটি বেশ ভালো।

মীন (PISCES): আজ আপনার আলস্যতাভাব কাজের জন্য ক্ষতি হতে পারে। আলস্যতা কাটিয়ে নিজের কাজে মন দিন। দিনটি খুব একটা ভালো নয়।