ব্রাজিলের একটি হ্রদের ধারে থাকা পাহাড়ের একাংশ ধসে অবকাশযাপনের নৌকার ওপর পড়ে অন্তত সাতজন নিহত হয়েছেন বলে প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
প্রতিবেদনে বলা হয়, এই ঘটনায় আরও তিনজনের খোঁজ পাওয়া যাচ্ছে না। দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলে পাহাড়ধসের ওই ঘটনায় অন্তত ৩২ জন আহত হয়েছেন।
স্থানীয় অগ্নিনির্বাপণ বিভাগের কর্মকর্তারা লেফটেন্যান্ট পেদ্রো সাংবাদিকদের বলেন, মিনাস জিরাইস রাজ্যে স্থানীয় সময় গতকাল শনিবার বেলা ১১টায় এ দুর্ঘটনার আগে কয়েক দিন ধরে সেখানে বৃষ্টি হচ্ছিলো। বৃষ্টির কারণে পাহাড়ের খাদগুলো কিছুটা নরম হয়ে ধসে পড়ার ঝুঁকি বেড়ে যায়।
তিনি আরও বলেন, ধসে পড়া শিলাখণ্ড হ্রদে থাকা তিনটি নৌযানে আঘাত করে। আহত ৩২ জনের মধ্যে ৯ জন হাসপাতালে ভর্তি।
হেলিকপ্টার ও ডুবুরিরা সেখানে উদ্ধার অভিযান চালাচ্ছে। প্রাথমিকভাবে ২০ জন নিখোঁজ হওয়ার কথা জানা গেছে।