করোনায় আক্রান্ত ঋতুপর্ণা

Published By: Khabar India Online | Published On:

করোনায় আক্রান্ত অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। দার্জিলিংয়ে পরিচালক অতনু বসুর ‘অচেনা উত্তম’ শুটিং করতে গিয়েছিলেন তিনি। শীতের দার্জিলিং উপভোগ করার জন্য পরিবারের সবাইকে নিয়ে গিয়েছিলেন তিনি। ফিরে এসে ঠান্ডা লাগে সকলের। পরীক্ষা করে দেখা যায় তার স্বামী সঞ্জয় ছাড়া সকলের পরীক্ষার ফল পজিটিভ।
শনিবার সকালে নিজেই একটি টুইট করে জানিয়েছেন এই খবর। তিনি একা নন, করোনা আক্রান্ত তার দুই সন্তানও। ছেলের টিকা নেয়া হলেও মেয়ে অনেকটাই ছোট। টিকা নেয়ার বয়সসীমায় পৌঁছেনি সে, সেকথাও জানিয়েছেন অভিনেত্রী।

আরও পড়ুন -  কাশফুলের মেলা...

প্রতিদিনই টলিউডে কোনও না কোনও অভিনেতা করোনা আক্রান্ত হওয়ার খবর আসছে। এর আগে দেব, মিমি চক্রবর্তী, পরমব্রত চট্টোপাধ্যায়, সৃজিত মুখোপাধ্যায়, রাজ চক্রবর্তী, রুক্মিনী মৈত্র, শুভশ্রী গঙ্গোপাধ্যায়, বনি, কৌশানি, ঋদ্ধি সেন থেকে শুরু করে রুদ্রনীল ঘোষ, পার্ণো মিত্র, অনুভব কাঞ্জিলাল একের পর এক তারকা করোনায় আক্রান্ত হয়েছেন। এবার এই তালিকায় নাম জুড়ল ঋতুপর্ণা সেনগুপ্তর। দ্বিতীয়বার করোনা আক্রান্ত হলেন এই অভিনেত্রী। সূত্র: জি নিউজ

আরও পড়ুন -  ভারতীয় রেলওয়ের নতুন নিয়ম: RAC টিকিটধারীদের জন্য সুখবর!