Asansol Municipal Corporation: আসানসোল পৌরনিগম নির্বাচনী প্রচারে তৃণমূল প্রার্থী দীপা চক্রবর্তী

Published By: Khabar India Online | Published On:

টুঙ্কা সাহা, আসানসোলঃ   আসানসোল পৌরনিগম নির্বাচনী প্রচার,৫৫ নাম্বার ওয়ার্ডের পদ প্রার্থী দীপা চক্রবর্তী এদিন প্রচার করেন নিজের ওয়ার্ডে। শুক্রবার গোপালপুরের বেশ কিছু এলাকায় এদিন নির্বাচনী প্রচার করেন।

আরও পড়ুন -  Spit: থুতু ফেলা কে কেন্দ্র করে দুই পক্ষের ছয় জন আহত

নির্বাচন কমিশনার এবং রাজ্য সরকারের কোভিড বিধি মেনেই প্রচার করেন। এদিন বাড়ি বাড়ি গিয়ে প্রচার করেন। মানুষের সাথে কথা বলে বিভিন্ন অভাব অভিযোগ সোনার পর তাদেরকে আশ্বাস দেয়। নিজের সাধ্য মতো সম্ভব চেষ্টা করবো। তবে এদিনের প্রচারে ভালোই সাড়া পাওয়া যায়। । মানুষের আশা আকাঙ্খা প্রচুর। তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন কে হাতিয়ার করে এবারে প্রচার। জেতার ব্যাপারে ১০০ শতাংশ আশাবাদী বলে জানিয়েছেন তৃণমূল প্রার্থী দীপা চক্রবর্তী।

আরও পড়ুন -  দ্বিতীয় হুগলী সেতুতে দুর্ঘটনা