Book Week: পশ্চিমবঙ্গ জুড়ে চলছে বই সপ্তাহ পালন

Published By: Khabar India Online | Published On:

টুঙ্কা সাহা, আসানসোলঃ   মাননীয়া মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় সারা পশ্চিমবঙ্গ জুড়ে চলছে বই সপ্তাহ পালন। পয়লা জানুয়ারি হইতে সাতই জানুয়ারি অবধি।সেরকমই আজ দেখা গেল বই সপ্তাহ পালন পান্ডবেশ্বর বিধানসভার নবগ্রাম প্রাথমিক বিদ্যালয়ে।এই অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী সহ নবগ্রাম গ্রাম পঞ্চায়েতের প্রধান সতন মণ্ডল।

আরও পড়ুন -  ‘অনুরাগের ছোঁয়া’য় মোক্ষম টুইস্ট, TRP টানতে

এই অনুষ্ঠানে এলাকার সকল স্কুল ও অভিভাবক অভিভাবিকাদের হাতে বই এবং মাননীয়া মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা বার্তা তুলে দেন মাননীয় বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। অনুষ্ঠানে উপস্থিত বিধায়ক বলেন,এই নবগ্রাম প্রাথমিক বিদ্যালয় আমার গর্বের বিদ্যালয়। এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক অরুণ কুমার দা মহাশয় জাতীয় শিক্ষক রত্ন পুরস্কার পেয়েছেন। এই বিদ্যালয়ের পরিবেশ আমাকে বরাবরই আকৃষ্ট করে,এই করোনা আবহে স্কুল বন্ধ থাকায় অভিভাবকদের হাতে বই তুলে দেওয়া হলো।

আরও পড়ুন -  Weather Update: আজকে চলছে ভোটের গণনা, আকাশের মুখও ভার, ঝড়বৃষ্টি কি হবে?