বৌভাতের বেচে যাওয়া খাবার অসহায় মানুষকে খাওয়াচ্ছেন দিদি, মুহূর্তে ভাইরাল, মনুষ্যত্ব এখনও আছে

Published By: Khabar India Online | Published On:

ফেসবুক থেকে ইউটিউব কিংবা হোয়াটস অ্যাপ থেকে ইন্সটাগ্রাম রিল কোথাও মানুষের বিনোদনের অভাব হয়না। সকাল থেকে রাত মানুষকে পুরো দমে এন্টারটেইন করতে সোশ্যাল মিডিয়ায় হাজির থাকে কত না কত জিনিস। সোশ্যাল মিডিয়ার যুগে আজকাল কত ছোট ঘটনা এক নিমেষে ভাইরাল হয়। বিশ্বের নানান প্রান্ত থেকে নানান প্রতিভা যেমন এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে উঠে আসে আমাদের সামনে। তেমনই নানান অবিশ্বাস্যকর খবরও আমরা জানতে পারি এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই।

একজন সাধারণ মানুষের বেঁচে থাকার মূল চাহিদা হল অন্ন, বস্ত্র ও বাসস্থান। কিন্তু আমাদের দেশে এমন অনেক মানুষই রয়েছেন যাদের মাথার উপর কোনও ছাদ নেই। তাদের জায়গা হয় কোনও ফুটপাত। দু’বেলা দু’মুঠো পেট ভরে খেতেও পান না এই অসহায় মানুষদের। এখন এদের জন্য অনেক এনজিও কাজ করছে। তবু অনেক সাধারণ মানুষ ও এই অসহায় মানুষের পাশে একদিনের জন্য পাশে এসে দায়া তাহলে ক্ষতি কি?

আরও পড়ুন -  Mimi Chakraborty: দেবী দুর্গা রূপে মিমি চক্রবর্তী, ভিডিও দেখুন

এইসব মানুষদের জন্য যদি কখনও কিছু করা যায়, একদিনের জন্যও যদি তাদের মুখে ভালো কিছু খাবার তুলে দেওয়া যায়, তাতেই বা ক্ষতি কী! অন্তত সেই সমস্ত অসহায় মানুষগুলোর মুখে একটু হাসি তো ফুটবে। এমনই এক উদ্যোগ নিলেন পাপিয়া কর নামের এক মহিলা। নানান অনুষ্ঠান বাড়িতেই খাবার বেঁচে যাওয়া কোনও নতুন ব্যাপার নয়। সেই বেঁচে যাওয়া খাবার আমরা অনেক সময়ই রাস্তার নর্দমাতে ফেলে দিই। কিন্তু অনেক সময়ই চিন্তা করি না যে এই বেচে যাওয়া খাবার যদি কোনও নিরন্ন মানুষের মুখে তুলে দেওয়া যায়, তাহলে তাঁর অন্তত একবেলা পেট ভরবে।

আরও পড়ুন -  বিশ্ব শৌচাগার দিবসে ভারত সকলের জন্য শৌচাগারের সংকল্পকে দৃঢ় করছে : প্রধানমন্ত্রী

নভেম্বর মাস থেকে বিয়ের সিজন শুরু হয়ে গিয়েছে। বিবাহ আসর মানেক বর-কনে থেকে অতিথি আর এলাহি ভালোমন্দ খাওয়া-দাওয়া। বিবাহ বাসর হয়ে ওঠে এক আনন্দ নিকেতন ৷ তবে দুদিনের সেই আলো ঝলমলে বাড়িটার দিকে চেয়ে থাকে গরিব-গুর্বো মানুষগুলো। তাদের পেটের ক্ষিদে কোথায় যেন চাপা পড়ে যায় কিছু মানুষের আনন্দের উচ্ছ্বাসে। তবে এই আনন্দের স্তোতের বিপরীতে হেঁটে ভাইয়ের বিয়েতে রান্না করব পোলাও, মাংস, ফিস ফ্রাই নিজে হাতে রাস্তার ধারের মানুষগুলোকে খাওয়ালেন রানাঘাটের এক মহিলা ৷ নাম তাঁর পাপিয়া কর।

 

View this post on Instagram

 

A post shared by Calcutta Instagrammers (@ig_calcutta)

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে কয়েকটি ছবি আর ভিডিও। আর তাতেই দেখা যাচ্ছে, বেনারসী শাড়ি, গয়নায় বিয়ের সাজে থাকা এক মহিলা বড় বড় পাত্রে বিয়েবাড়ির খাবার-দাবার নিয়ে হাজির হয়েছেন রানাঘাট স্টেশনে। সেখানকার উপস্থিত আট থেকে আশি, রিকশাচালক থেকে ভিখারি, সবাইকে ডেকে ডেকে পোলাও, মাংস, মাছের কালিয়া নিজের হাতে পরিবেশন করলেন তিনি। তবে তিনি লোক দেখিয়ে কিছুই করেননি। তবে সেই বিয়েবাড়ির চিত্রগ্রাহক নীলাঞ্জন মণ্ডল এই সুন্দর দৃশ্য হাতছাড়া করতে চাননি। রানাঘাট স্টেশনের এমন মন ছুঁয়ে যাওয়া দৃশ্য ক্যামেরাবন্দি করে শেয়ার করলেন। এই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই তা মুহূর্তে ভাইরাল হয়ে যায় ৷ পাপিয়ার এই জনদরদী মানবিকতা দেখা কুর্নিশ জানিয়েছেন নেট নাগরিকরা।

আরও পড়ুন -  স্বল্প পোশাকে, নোরা তাঁর নৃত্যশৈলীর মাধ্যমে নেটিজেনদের হৃদয় জয় করলেন, ভিডিও ভাইরাল !