Submitting Nominations: নমিনেশন জমা করতে দেখা গেল শাসক থেকে বিরোধী সমস্ত দলের প্রার্থীদের

Published By: Khabar India Online | Published On:

টুঙ্কা সাহা, আসানসোলঃ   সোমবার ছিল আসানসোল পুরসভার নমিনেশন জমা করার শেষ দিন।এদিন নমিনেশন জমা করতে দেখা গেল শাসক থেকে বিরোধী সমস্ত দলের প্রার্থীদের।আসানসোল পুরসভার 106 টি ওয়াড।সেখানে প্রার্থী দিয়েছে বামফ্রন্ট, কংগ্রেস, বিজেপি ও তৃণমূল কংগ্রেস। এছাড়া বেশ কিছু অন্যান্য প্রার্থীও মনোনয়ন পত্র জমা করেন।

এদিন বামফ্রন্টের প্রার্থীদের নিয়ে সেন্ট জোসেফ স্কুলে নমিনেশন জমা করতে আসেন সিপিএম নেতা পার্থ চৌধরি।

আরও পড়ুন -  বিশ্ব নবীর জন্ম দিবস উপলক্ষে বিশাল মিছিলের আয়োজন মালদা শহরে

বিজেপি নেতা তথা আসানসোলের বিদায়ী মেওয়ার জিতেন্দ্র তেওয়ারি তার স্ত্রী কে সঙ্গে নিয়ে আসেন।

এছাড়া তৃণমূলের জেলা সভাপতি বিধান উপাধ্যায় ও হাজির ছিলেন সেন্ট যোসেফ স্কুল চত্ত্বরে।

সোমবার সকাল থেকে প্রচুর কর্মী সমর্থকদের উপস্থিতি দেখতে পাওয়া যায় বিএন আর মোড়ে থেকে নমিনেশন কেন্দ্র প্রজন্ত।

আরও পড়ুন -  ঐতিহ্যমণ্ডিত জগদ্ধাত্রী পুজো

সিপিএম এর রাজ্য নেতা পার্থ চৌধরি অভিযোগ তুলে বলেন, আমাদের প্রার্থী দের নিয়ে যখন এসেছি তখন পুলিশ আমাদের সাথে বাজে ব্যবহার করেছে।

এদিন বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারি নিজের স্ত্রীকে নমিনেশন জমা করাতে সঙ্গে নিয়ে আসেন।জিতেন্দ্র তেওয়ারি সংবাদ মাধ্যমের কাছে বলেন, সরকারের গাইড লাইন আমরা মানি।তাই তিনজনের বেশি আসিনি।আর অপরদিকে যারা আছে তারা কোন আইন মানছে না।ক্ষমতার আস্ফালন দেখাচ্ছে।
তৃণমূলের জেলা সভাপতি বিধান উপাধ্যায় বলেন, মানুষ আমাদের সাথে আছে। দলের সমস্ত নেত্বৃত্যে কে নিয়ে লড়াই করব।
আগামী 22 তারিখ আসানসোল পুরভোট। নমিনেশনের শেষ দিনে নিজেদের ফ্রম জমা করতে ব্যস্ততা দেখা গেল শাসক থেকে বিরোধী সমস্ত দলের প্রার্থীদের।

আরও পড়ুন -  Android 12: পরিবর্তন আনছে অ্যান্ড্রয়েড ১২