Mumbai: জারি হল ১৪৪ ধারা, কোভিড আটকাতে, মুম্বইয়ে ৩০ শে ডিসেম্বর থেকে ৭ই জানুয়ারি পর্যন্ত

Published By: Khabar India Online | Published On:

 বিশ্ব জুড়ে কোভিডের নতুন রূপ বেড়েই চলেছে। এবার দেশের মধ্যেও এর বিস্তার লক্ষ্য করা গেছে। মহারাষ্ট্রে গত কয়েক দিন ধরেই মারাত্মক ভাবে বাড়ছে কোভিড সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় সেখানে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৫১০ জন। এর মধ্যে মুম্বইয়ে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৩৭৭ জন।

আরও পড়ুন -  Sri Lanka: ভয়াবহ আর্থিক সংকট শ্রীলঙ্কায়! প্রেসিডেন্ট কে পদত্যাগ করতে হবে

ওমিক্রনে আক্রান্তের সংখ্যার নিরিখে দিল্লির পরই রয়েছে এই রাজ্য। বর্ষবরণ উৎসবে সাধারণ মানুষ মেতে উঠলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে মনে করেছেন চিকিৎসামহল ও প্রশাসন। তাই সংক্রমণ ঠেকাতে মুম্বই শহরে ১৪৪ ধারা জারির সিদ্ধান্ত নিল মুম্বই পুলিশ। ৩০ ডিসেম্বর বৃহস্পতিবার থেকেই শুরু হয়ে আগামী ৭ জানুয়ারি পর্যন্ত থাকবে এই ১৪৪ ধারা জারি।

আরও পড়ুন -  ফের ডাকাতি এগরা থানার কাঁটাবনি মৌজার তালপুকুর এলাকায়

মুম্বাই পলিশের তরফে জানানো হয়েছে, ৩০ ডিসেম্বর থেকে ৭ জানুয়ারি পর্যন্ত মুম্বইয়ে কোনও অনুষ্টানের আয়োজন করা যাবে না। কোনও পার্টিরও আয়োজন করা যাবে না। জারি হয়েছে বর্ষবরণের উৎসবেও নিষেধাজ্ঞা। এই নির্দেশ অমান্য করলে মহামারি আইন এবং ভারতীয় দণ্ডবিধির নির্দিষ্ট ধারায় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

আরও পড়ুন -  ডেঙ্গি কেড়ে নিল আদরের বোনকে, ভেঙে পড়লেন অভিনেতা সাহেব