Shiva Puja: ব্যবসায়ী সমিতির উদ্যোগে শিব পূজা

Published By: Khabar India Online | Published On:

সুমিত ঘোষ, মালদা,২৮ ডিসেম্বরঃ   ইংরেজবাজার নিয়ন্ত্রিত বাজার ফল ব্যবসায়ী সমিতির উদ্যোগে শিব পূজা উপলক্ষে নরনারায়ন সেবার আয়োজন।
সোমবার রাতে ঘটা করে পুজোর আয়োজন করা হয়।

বহু ভক্ত সেখানে উপস্থিত হয়ে শিব পূজায় অংশ নেন।

আরও পড়ুন -  মহাকাশ প্রযুক্তির প্রয়োগ ও জিও- ইনফরমেটিক্স ক্ষেত্রে ভাস্করাচার্য ন্যাশনাল ইনস্টিটিউটের সঙ্গে প্রসার ভারতীর মৌ স্বাক্ষর

কাঁসর ঘন্টা বাজিয়ে নিয়ম নিষ্ঠার সঙ্গে পূজা করা হয় মহাদেবের। বিভিন্ন রকমের ফুল দিয়ে সাজানো হয় শিবলিঙ্গ এবং তার বাহন নন্দীকে।
পূজা উপলক্ষে সোমবার আয়োজন করা হয় নরনারায়ন সেবার। উপস্থিত ছিলেন, ইংরেজ বাজার নিয়ন্ত্রিত বাজার ফল ব্যবসায়ী সমিতির সভাপতি জীবন সরকার, সহ-সভাপতি গৌতম সাহা, সম্পাদক নব সাহাসহ অন্যান্য ব্যবসায়ীরা।

আরও পড়ুন -  জনসাধারণ তাঁদের প্রতিনিধিকে নির্বাচন করার সময় চরিত্র, ব্যবহার, ক্ষমতা ও দক্ষতা অবশ্যই বিবেচনা করবেন : উপ-রাষ্ট্রপতি

পৌষের রাতে এলিন প্রায় সাত শতাধিক ভক্ত প্রসাদ গ্রহণ করেন।
সংগঠনের সহ সভাপতি গৌতম সাহা জানান, শিব পূজা উপলক্ষে নরনারায়ন সেবার আয়োজন করা হয়। গত ছয় মাস ধরে ব্যক্তিগত উদ্যোগ নিয়ে তিনি প্রতি সোমবার ভোগের ব্যবস্থা করেন। এদিন ছিল তার শেষ সোমবার। তাই ঘটা করে নরনারায়ন সেবার আয়োজন করা হয়।

আরও পড়ুন -  উপ রাষ্ট্রপতি নতুন ভারত গড়তে সিভিল সার্ভেন্টদের সক্রিয় ভুমিকা পালনের আহ্বান জানিয়েছেন