নেট মাধ্যমে আলাপ, পরিচয় থেকেই প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন তরুণ,তরুণীরা। এর পরেই ঘনিষ্ঠ ছবি আদানপ্রদান শুরু হয়। ঘনিষ্ঠতা বাড়লে কোনও ভাবনাচিন্তা না করেই কখনও ভিডিও কলে, আবার কখনও নগ্ন হয়েই হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জারের মাধ্যমে ছবি পাঠান।
এর থেকেই বিপদের আশঙ্কা বাড়ে।
সম্পর্কে ভাঙন ধরতে শুরু করলে ওই নগ্ন ছবি নিয়েই হুমকি দেওয়া শুরু হয়। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করার হুমকি দিয়ে টাকা হাতানোর পরিকল্পনা করেন অনেকে। এই উদ্দেশ্যেই বন্ধুত্ব পাতিয়ে নগ্ন ছবির দাবি করেন কেউ কেউ। সম্মানহানির আশঙ্কায় টাকা দিতে বাধ্য হন, আবার আত্মহত্যার পথ বেছে নেন অনেকে। কখনও বা খুনের পরিকল্পনাও করেন। তাই সোশ্যাল মিডিয়ায় বন্ধুত্ব পাতালেও নগ্ন ছবি আদানপ্রদান করতে নিষেধ করলেন রাজ্য পুলিশ পরিচালকমণ্ডলীর ডেপুটি পুলিশ সুপার বিদিত মণ্ডল।
Never share your nudity with anybody. He/she may be nearest and dearest one because there is high chance that the same will be used to extort you in future.https://t.co/m3O6ofgrqx#FraudAlert #Sextortion #Extortion #Nudity #Nudephoto #Nudevideo #Nudepic #Badvideo #Badpic
— West Bengal Police (@WBPolice) December 26, 2021
টুইট করে এই সতর্কবার্তা সাধারণের উদ্দেশে দেওয়া হয়েছে। একটি ভিডিওর মাধ্যমে তিনি জানান, এই ধরনের সমস্যা থেকে দূরে থাকতে হলে নগ্ন ছবি পাঠানো বন্ধ করুন। ঘনিষ্ঠ সম্পর্কে জড়িয়ে পড়ার আগে মানুষটির সম্পর্কে ভাল ভাবে জেনে নিন। এই ধরনের অপরাধ ‘সেক্সটরশন’ নামে পরিচিত। সতর্কতা অবলম্বনের পরেও যদি এই ধরনের সমস্যার মুখোমুখি হন তবে অবশ্যই পুলিশে অভিযোগ জানান। অভিযোগর ভিত্তিতে উপযুক্ত ব্যবস্থা নেবে রাজ্য পুলিশ।