Desmond Tutu: ডেসমন্ড টুটুর মৃত্যু, শান্তিতে নোবেলজয়ী

Published By: Khabar India Online | Published On:

শান্তিতে নোবেলজয়ী দক্ষিণ আফ্রিকার আর্চবিশপ ডেসমন্ড টুটু মারা গেছেন বলে প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

প্রেসিডেন্ট সিরিল রামফোসার প্রতিবেদনে বলা হয়, ডেসমন্ড টুটু ছিলেন দক্ষিণ আফ্রিকান ধর্মযাজক ও অধিকার আন্দোলন কর্মী। তিনি দক্ষিণ আফ্রিকার বর্ণবাদ নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

আরও পড়ুন -  Corona: আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বেড়েছে বিশ্বে করোনা

বর্ণবৈষম্য প্রথা বিলুপ্ত করতে যে সংগ্রামে করেন সেই ভূমিকার জন্য ১৯৮৪ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন ডেসমন্ড টুটু।

স্বাধীন দক্ষিণ আফ্রিকার পেছনে তিনি অসামান্য ভূমিকা রেখেছেন উল্লেখ করে গভীর শোক প্রকাশ করেন প্রেসিডেন্ট রামফোসা। শান্তিতে নোবেলজয়ী টুটু দেশের সীমানা পেরিয়ে বিশ্বেও পরিচিতি রয়েছে।

আরও পড়ুন -  Earthquake: নিহত বেড়ে ৯৫০, আফগানিস্তানে ভূমিকম্পে

বর্ণবাদবিরোধী আন্দোলনের নেতা নেলসন ম্যান্ডেলার সঙ্গে কাজ করেছেন তিনি। ১৯৪৮ থেকে ১৯৯১ সাল পর্যন্ত দক্ষিণ আফ্রিকায় কৃষ্ণাঙ্গ সংখ্যাগরিষ্ঠদের বিরুদ্ধে শ্বেতাঙ্গ সংখ্যালঘু সরকার কর্তৃক জাতিগত বিচ্ছিন্নতা ও বৈষম্যের নীতির অবসানের আন্দোলনে অন্যতম চালিকাশক্তি ছিলেন তিনি।

আরও পড়ুন -  বিশিষ্ট নাট্যাভিনেত্রী লিলি চৌধুরী প্রয়াত