সম্প্রতি ছিল অভিনেত্রী অন্বেষা হাজরা (Anwesha Hazra)-র জন্মদিন

Published By: Khabar India Online | Published On:

সম্প্রতি ছিল অভিনেত্রী অন্বেষা হাজরা (Anwesha Hazra) র জন্মদিন। বর্ধমানের মেয়ে অন্বেষা এই মুহূর্তে ‘এই পথ যদি না শেষ হয়’ সিরিয়ালে উর্মির ভূমিকায় অভিনয় করছেন। কলকাতা থেকে বর্ধমানের দূরত্ব অনেকটা হওয়ার ফলে অন্বেষার মা-বাবা তাঁর জন্মদিনে এসে পৌঁছাতে পারেননি। কিন্তু তাঁর সমস্ত অভাব পূরণ করে দিলেন শ্রুতি দাস (Shruti Das)।

শ্রুতি ও অন্বেষার ঘনিষ্ঠ বন্ধুত্ব কারও অজানা নয়। অন্বেষার জন্মদিনে শ্রুতির মা-বাবা সহ সমগ্র পরিবার উপস্থিত হয়েছিলেন ‘এই পথ যদি না শেষ হয়’-এর সেটে। সেখানেই শ্রুতি নিজের হাতে অন্বেষাকে খাইয়ে দিলেন তাঁর বাবার তৈরি পায়েস। কেক কেটে হল বার্থডে সেলিব্রেশন। সোশ্যাল মিডিয়ায় জন্মদিনের ছবি শেয়ার করে অন্বেষা লিখেছেন, তিনি জানতেন, তাঁর জন্মদিনে বাড়ি থেকে কেউ আসবে না। ফলে তাঁর মন খারাপ ছিল। সকালবেলা তিনি কাকুকে প্রণাম করে দিনটা শুরু করেছিলেন। শেষ বেলাতেও তাঁর গার্লফ্রেন্ড, গার্লফ্রেন্ডের ছানা ও কাকুর সঙ্গেই দিনটা কাটালেন তিনি।

আরও পড়ুন -  Mishmee Das: ‘গোয়ায় গিয়ে বিকিনি ছাড়া কি পড়ব?’ পাল্টা প্রশ্ন মিশমির

অন্বেষা লিখেছেন, কাকুর হাতের বানানো পায়েস ও ‘ঋতু’ লেখা কেক, কাকিমার নিজের হাতে পায়েস খাওয়ানোর অ্যাটিটিউড অন্বেষার বাড়িতে না থাকার দুঃখ ভুলিয়ে দিয়েছে। শ্রুতিকে অনেক কৃতজ্ঞতা জানিয়ে অন্বেষা লিখেছেন, ভাগ্যিস শ্রুতি ছিলেন, তাই সব সম্ভব হল।

 

View this post on Instagram

 

A post shared by Annwesha Hazra (@annwesha_hazra)

শ্রুতির থেকেও শ্রুতির মায়ের সঙ্গে অন্বেষার গভীর বন্ধুত্ব। অন্বেষাকে নিজের মেয়ের মতোই আগলে রাখেন শ্রুতির মা-বাবা। কিন্তু শ্রুতির মাকে ‘কাকিমা’ বলেন না অন্বেষা। তিনি ভালোবেসে তাঁকে বলেন ‘গার্লফ্রেন্ড’।

আরও পড়ুন -  বিজেপি ইউপি এবং উত্তরাখণ্ডে ক্ষমতা ধরে রাখতে প্রস্তুত, গোয়া ও মণিপুরে একক বৃহত্তম দল হিসেবে আত্মপ্রকাশ, পাঞ্জাবে জয়ের পথে এএপি