বাতাসে উড়ছে সবুজ আবির,চলছে মিষ্টি মুখ।নাচ, গান তথা হৈ হুল্লোরে মেতেছে কলকাতাবাসী। কলকাতা পুরসভার ভোটে ফের জয় ঘরের মেয়ের তথা মমতা বন্দ্যোপাধ্যায়ের। বাঁধ ভাঙা আনন্দ উল্লাসে মেতে উঠেছে তিলোত্তমার ওলি গলি।পুরভোটের আশানুরূপ সাফল্য লাভের জন্য কি বলছেন দলনেতৃ?
সাধারণ মানুষকে শুভেচ্ছা জানালেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে বিজেপি, কংগ্রেস, সিপিএমক কটাক্ষ করলেন। এদিন কালীঘাটে সাংবাদিকদের মুখোমুখি হন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “বিজেপি ভোকাট্টা বাই দ্য পিপল, সিপিএম নো পাত্তা বাই দ্য পিপল।”
“আমি সকল মা মাটি মানুষদের, আমার ভাই বোনদের অভিনন্দন জানাই, এই নির্বাচন হয়েছে উৎসবের মত করে। গণতন্ত্রের জয়। এটাই আশা ছিল। আমরা মা মাটি মানুষের প্রতি কৃতজ্ঞ। আরও মাথা নত করে আমরা কাজ করে যাব। কলকাতা আমাদের গর্ব। কলকাতাই সারা দেশকে পথ দেখিয়ে গর্বের দিকে নিয়ে যাবে। এই রায়ই আমাদের সাহায্য করবে মানুষের উন্নয়নের জন্য কাজ করে যেতে। মানুষের জন্যই আরও বেশি করে কাজ করে যাব।” এরপরই মমতা বলেন, “বিজেপি ভোকাট্টা বাই দ্য পিপল, সিপিএম নো পাত্তা বাই দ্য পিপল। আর বিজেপি, সিপিএমের মাঝে স্যান্ডউইচ কংগ্রেস।”
সংখ্যাগরিষ্ট ওয়ার্ডে বিপুল ভোটে এগিয়ে রয়েছেন তৃণমূলের প্রার্থীরা। ভোটের ট্রেন্ডের প্রাথমিক ফল প্রকাশ হতেই উচ্ছ্বসিত তৃণমূল সুপ্রিমো। টুইটে সকলকে অভিনন্দন জানিয়েছেন তিনি। মমতা লেখেন, “KMC নির্বাচনে আপনার বিজয়ের জন্য সকল প্রার্থীকে আন্তরিক অভিনন্দন। পরম অধ্যবসায় এবং কৃতজ্ঞতার সাথে মানুষের সেবা করতে মনে রাখবেন! আমি আবারও আমাদের উপর তাদের বিশ্বাস রাখার জন্য KMC-এর প্রতিটি একক বাসিন্দাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই।”
দলের এই সাফল্যের ট্রেন্ড দেখে ট্যুইট অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। “আপনাদের উন্নতির জন্য আমরা আমাদের লক্ষ্যপূরণে স্থির থাকব”, লিখলেন অভিষেক।
ট্যুইটারে তিনি আরও লেখেন, “কলকাতার মানুষ আবার প্রমাণ করলেন ঘৃণা এবং হিংসার রাজনীতির কোনও জায়গা বাংলায় নেই। এইরকম বিপুলভাবে আমাদের আশীর্বাদ করার জন্য বাংলার প্রতিটি মানুষকে আমি ধন্যবাদ জানাই। অত্যন্ত বিনীতভাবে জানাচ্ছি, আপনাদের উন্নতির জন্য আমরা আমাদের লক্ষ্যপূরণে স্থির থাকব। “